বাণিজ্য মন্ত্রণালয়ের ১ আগস্ট ২০১৮ তারিখের ২৬.০০.০০০০.০৯০.১১.০৪১.১১(অংশ-১) নং ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১টি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদসমূহে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর।
পদের নাম ও সংখ্যা
১। টি মেকার এন্ড স্যাম্পলার- ০১টি
২। ফার্মাসিস্ট-০১টি
৩। মাঠ সহকারী- ০১টি
৪। সার্ভেয়ার- ০২টি
৫। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ০৫টি
৬। হিসাব সহকারী- ০৩টি
৭। কার্য সহকারী- ০১টি
৮। গাড়িচালক- ০৩টি
৯। ইলেক্ট্রিশিয়ান- ০২টি
১০। অফিস সহায়ক- ০৩টি
১১। নিরাপত্তা প্রহরী- ০২টি
বেতন ৮,২৫০-৩০,২৩০ টাকা
আবেদন প্রক্রিয়া
চাকরির আবেদন ফরম বাংলাদেশ দেবে চা বোর্ড ওয়েবসাইট : http://www.teaboard.gov.bd/ পাওয়া যাবে। প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফরমের নির্দেশ অনুযায়ী তথ্য-উপাত্ত প্রদান করে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
পদটিতে আবেদন করা যাবে আগামী ১২, সেপ্টেম্বর-২০১৮ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন,
সূত্র: দৈনিক ইত্তেফাক ( ১৪ আগস্ট, ২০১৮)