৩৩ বছর ধরে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছে। ব্রিটিশ এবং পাকিস্তান শাসনের পর বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে পৃথিবীতে সমাদৃত ছিল। কৃষিপ্রধান দেশকে প্রযুক্তিতে এগিয়ে নেয়ার জন্য যাদের অবদান রয়েছে, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। ছোট পরিসরে আমরা প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে আজ আমরা দেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’ এ রূপান্তর করতে পেরেছি। চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের সক্ষমতা প্রকাশ করতে আমাদের সরকার বরাবরের মতোই কার্যকর ভূমিকা পালন করছে। ২০০৮ সালে বাংলাদেশই প্রথম ‘ডিজিটাল’ শব্দটি ব্যবহার করেছে। আমাদের ছেলেরাই বিশ্ব প্রোগ্রামিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছে।