ইভেন্ট

বাংলাদেশ ভারত ফাইনাল ম্যাচ ‘কনসার্ট ফর অটিজম অ্যাওয়ারনেস’-এ বড় পর্দায় দেখানো হবে

By Baadshah

September 27, 2018

অটিজম বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপ ২০১৮’র ফাইনাল ম্যাচটি মাছরাঙ্গা টেলিভিশনের মাধ্যমে বড় পর্দায় সরাসরি দেখানো হবে। এর ফলে দর্শকরা বহুল প্রত্যাশিত ম্যাচটি উপভোগ করতে পারবেন গানের তালে তালে। দুবাই স্টেডিয়ামের টান টান উত্তেজনার তালে তালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গাইবেন দেশের জনপ্রিয় ১২টি ব্যান্ড। আগামীকাল শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অটিজম সচেনতা বিষয়ক কনসার্টে এক মঞ্চে পারফর্ম করবে মাইলস্, ওয়ারফেজ, সোলস্, দলছুট, ফীডব্যাক, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, পাওয়ারসার্জ, নেমেসিস, ভাইকিংস, আর্বোভাইরাস ও দৃক। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার (পিএফডিএ-ভিটিসি), বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা), সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্ক্যাইট্র্যাকার লিমিটেড। কনসার্ট উপলক্ষে সরব হয়ে উঠেছে বিভিন্ন মাধ্যম। অনলাইনসহ নির্ধারিত বিভিন্ন স্টোরে টিকিট কেনাবেচা চলছে সরবে। ব্যান্ডপ্রেমীরা আর্মি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দুপুর ১২ টা থেকে। টিকেটের মূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা এবং পাওয়া যাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়, স্বপ্ন আউটলেটগুলোতে এবং অনলাইনে টিকেট পাওয়া যাবে বাগডুম ডট কম-এ। আরো জানতে ভিজিট করুন ফেসবুক-এ কনসার্টের ইভেন্ট পেজ Concert for Autism Awareness থেকে।