TechJano

বাংলালিংকের শ্রদ্ধা জ্ঞাপন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির জনকের প্রতি

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে  জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। রাজধানীর গুলশানে বাংলালিংক-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ, চিফ লিগ্যাল অফিসার জাহরাত আদিব চৌধুরীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “এই বিশেষ দিনে আমরা জাতির পিতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। এর পাশাপাশি তিনি যে আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন তার নির্মাণে প্রতিনিয়ত অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি আমরা। তাঁর অতুলনীয় নেতৃত্ব এবং আত্মত্যাগ আমাদেরকে মানুষের সেবা করার এবং তাদের জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। আমরা সবসময় তাঁর আদর্শকে অনুপ্রেরণার উৎস হিসেবে রাখতে চাই।” বাংলালিংক সবসময় ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Exit mobile version