করপোরেট

বাংলালিংক ও মেঘনা ব্যাংক লিমিটেডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

By Baadshah

August 15, 2019

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক মেঘনা ব্যাংকের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, মেঘনা ব্যাংকের কর্মকর্তারা বাংলালিংক-এর সিম, বান্ডেল অফার, ইন্টারনেট প্যাক ও অন্যান্য ডিজিটাল সার্ভিস ব্যবহার করবেন। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং মেঘনা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আদিল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর বিটুবি প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আবদুল্লাহ ফায়েজ, বাংলালিংক-এর হেড অব মিডিয়াম সেগমেন্ট মোহাম্মেদ নাসরিফুল আলম, বাংলালিংক-এর হেড অব কি সেগমেন্ট নিশাত নাহরিন হামিদ, বাংলালিংক-এর কর্পোরেট গ্রুপ ম্যানেজার মোঃ মিরাজুল ইসলাম, বাংলালিংক-এর কর্পোরেট গ্রুপ ম্যানেজার মোঃ তৌমিম, বাংলালিংক-এর কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার ফাহমিদা হক, মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব সিআরএম সামসুল আজম খান – এসইভিপি, মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব অপারেশনস মোঃ তৌহিদুজ্জামান – ইভিপি, মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব জিএসডি সৈয়দ ফযলে ইমাম – ইভিপি এবং মেঘনা ব্যাংক লিমিটেডের হেড অব কর্পোরেট ব্যাংকিং কিমিওয়া সাদ্দাত – ইভিপি। বাংলালিংক-এর ডিজিটাল অগ্রযাত্রা ও উন্নত সেবার মানসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।