মটরস

বাইক চালকদের কি কোটা লাগবে?

By Baadshah

April 12, 2018

চাকরিতে কোটা আন্দোলন স্থগিত হয়েছে। কিন্তু রাস্তার যে হাল তাতে বাইক চালকেরা কোটা দাবি করে বলতে পারেন-রাস্তায় বাইক চালকদের জন্য আলাদা কোটা হলে কেমন হতো? গত কয়েক মাসে রাস্তায় বাস চালকদের দৌরাত্ম বেড়েছে। বাইক চালকদের জন্য তারা কোনো রকম জায়গা ছাড়তে চান না। যেন ইচ্ছাকৃতভাবে গুতা দিতে পারলে খুশি। সব মিলিয়ে রাজীবের হাত হারানোর ঘটনার পর থেকে রাস্তায় চলাচলের বিষয়ে মানুষের মধ্যে ভয় কাজ করছে। এর মধ্য কোটা আন্দোলনের মধ্যে ঠিকমত চালাতে পারেননি বাইক চালকেরা। অনেকের ইনকাম কমে গেছে। এর মধ্য শুরু হয়েছে যানজট। সব মিলিয়ে চালকদের অবস্থা বলার মতো না। কেমন হতো বাইক চালকদের জন্য যদি বিশেষ কোটা থাকত??