নতুন পন্য

বাজারে AORUS-এর নতুন পাওয়ার সাপ্লাই, কি সুবিধা আছে?

By Baadshah

September 25, 2018

বিশ্ববিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট দেশের বাজারে নিজেদের নতুন পাওয়ার সাপ্লাই (Power Supply ) P850W নিয়ে এসেছে। পিএসইউটি মডুলার পিএসইউ ।এছাড়াও এতে ডিট্যাচ্যাবল ক্যাবলের সুবিধাও রয়েছে। পিএসইউটির তার গুলো কালো রঙ্গে সজ্জিত। ক্যাবলগুলো খুব শক্ত তায় অতিসহজে ছিড়ে যাওয়ার সম্ভাবনাও নেই। এতে করে আপনার পিসি বিল্ডিং অনেকটাই সহজ হয়ে যায়।

এক নজরে বৈশিষ্ট্য সমূহ ও দাম:

GIGABYTE P850B PSU তে ক্যাপাসিটর হিসেবে ব্যবহৃত হয়েছে সকলের সুপরিচিত Japanese capacitor, যা আপনার প্রোডাক্টের durability ও long life span নিশ্চিত করে।

গিগাবাইট এই পাওয়ার সাপ্লাইতে ২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

PSU টির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি Fully Modular Design।

PSU এর তারগুলো আপনি চাইলে আপনার মন মত ব্যবহার করতে পারবেন এতে ক্যাবল ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে।

Simple এবং easy কনফিগারেশন, ভাল বিল্ড কোয়ালিটি 80 PLUS Gold certified।

পাওয়ার সাপ্লাই (Power Supply) টি স্মার্ট টেকনোলজি দেশের বাজারে নিয়ে এসেছে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে ১২,০০০ টাকা।