TechJano

বাজেটে অনলাইন ব্যবসায়ের সুবিধা চেয়েছে ই-ক্যাব

জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০১৮ কার্যকরে বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত গেজেট দেশের ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরকে আরো একধাপ এগিয়ে নেওয়ারপাশাপাশি ই-কমার্স শিল্পপ্রতিষ্ঠায় ‘মাইলফলক’ বলে মূল্যায়ন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গেজেট পর্যালোচনা সহ ই-কমার্স খাতের জন্য বাজেট প্রস্তাবনায় আরো বলা হয়, গেজেটে যেমনি নীতিমালা বাস্তবায়নে কর্মপরিকল্পনা সুস্পষ্ট করে বলা হয়েছে; তেমনি আগামী বাজেটেও ই-কমার্স ব্যবসায়ের প্রসারের স্বার্থে ই-বাণিজ্যে অনলাইনেই পণ্য বা সেবা মূল্য পরিশোধের ক্ষেত্রে করমুক্তি সুবিধা দেয়া হোক। অনলাইন কেনাকাটায় কেবল ক্যাশ অন ডেলিভারিতেই নয়, অনলাইনে মূল্য পরিশোধে কর মুক্তি সুবিধা দেয়া হলে ই-কমার্স ব্যবসায় পুরোপুরি ডিজিটাল মুখী হবে।

Exit mobile version