বাংলাদেশ ব্যাংকের সমমূলধন তহবিল—ইইএফ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অবিলম্বে দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের জন্য ইইএফ পুনরায় চালু করার দাবি জানিয়েছে সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সামনে রেখে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতে থাকা কর, মূসক (মূল্য সংযোজন কর), শুল্ক এবং জাতীয় রাজস্ব বোর্ড থেকে আইটি কোম্পানির কর অব্যাহতি সনদ ইস্যু করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, ‘প্রথমত আমরা ট্যাক্স এক্সাম্পশন সার্টিফিকেট প্রদান সহজীকরণ, ই-ডেলিভারির মাধ্যমে আমদানি করা সফটওয়্যার এবং সেবার প্রযোজ্য শুল্ক ব্যাংক কর্তৃক আদায়, নিরাপত্তাপণ্যের উচ্চ শুল্কহার কমানোর আহ্বান জানিয়েছি। সফটওয়্যারের এলপিপদ্ধতি সহজ করতে হবে।’
অনলাইনভিত্তিক পণ্য সরবরাহ তথ্যপ্রযুক্তি ব্যবসা। কিন্তু তথ্যপ্রযুক্তির অন্য ব্যবসার মতো অফিস ভাড়ার ক্ষেত্রে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মূসক অব্যাহতি-সম্পর্কিত কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আসন্ন বাজেটে এটা যাতে করা হয় সেই আহ্বান বেসিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফারহানা এ রহমান আরও বলেন, ‘সফটওয়্যার পণ্য আমদানির ওপর উচ্চমাত্রায় শুল্কহার ধার্য করা আছে। বাস্তবতার নিরিখে শুল্কহার সহনীয় মাত্রায় রাখার কথাও বেসিসের পক্ষ থেকে বলা হয়েছে।’