ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসরে তিন ক্যাটাগরির সেরা পুরস্কার পেয়েছে ওয়ালটন গ্রুপ। মেলায় দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরি করায় সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কারও পেয়েছে একই গ্রুপের মার্সেল প্যাভিলিয়ন। এ ছাড়া মেলায় মোট ৪১ লাখ এক হাজার ৭৩২ টাকা ভ্যাট প্রদান করে সেরা ভ্যাটদাতা ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার রাজধানীর শেরেবাংলানগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ওয়ালটনের পক্ষে সেরা প্রিমিয়াম প্যাভিলিয়নের পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির। তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
এদিকে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার গ্রহণ করেন মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন। সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠান ক্যাটাগরির দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মুজাহিদুল ইসলাম। এই দুটি পুরস্কারই তাঁদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর বলেন, নান্দনিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরির পাশাপাশি মেলায় বিশ্বের লেটেস্ট ও উদ্ভাবনী প্রযুক্তির নতুন নতুন পণ্য এনেছিল ওয়ালটন। সে জন্য ক্রেতা সমাগম ছিল ব্যাপক। বিক্রিও হয়েছে আশাতীত।