টেক-বিনোদন

বাপ্পি লাহিড়ী আর নেই

By Baadshah

February 16, 2022

ভারতের গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে এসব কথা বলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ী। ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখান থেকে গত সোমবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে ফের তাঁর শারীরিক অবনতি হতে থাকে। এরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

গত শতকের আশির দশকে ভারতীয় চলচ্চিত্রের জগতে পপ-ডিসকো গানের জোয়ারের অন্যতম পুরোধা ছিলেন বাপ্পি লাহিড়ী। ‘ডিসকো ড্যান্সার’ (১৯৮২), ‘ড্যান্স ড্যান্স’ (১৯৮৭) হয়ে একের পর এক ছবিতে তাঁর করা সুর সেই সময়ের তরুণদের আন্দোলিত করেছিল। সেই সময়ের এক প্রতিনিধি হিসেবে বাপ্পি লাহিড়ীর অবদান চিরকাল স্বীকৃত হবে। ২০২০ সালে ‘বাগী–৩’ ছবিতে ‘ভাঙ্কাস’ গানটিই ছিল তাঁর শেষ কাজ।