করপোরেট

বারভিডার ২৪তম এজিএম আয়োজনে স্পন্সর করলো বিক্রয়

By Baadshah

January 21, 2018

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় সম্প্রতি বাংলাদেশ রিকন্ডিশনড যানবাহন আমদানীকারক এবং ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) ২৪ তম এজিএম আয়োজনে স্পন্সর করেছে। কক্সবাজারের ওসেন প্যারাডাইজ হোটেলে এই দুদিনের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারভিডার ৩০০ জন সদস্য। রিকন্ডিশনড যানবাহনের বাংলাদেশের সব শীর্ষ ইম্পোরটার এবং ডিলারদের এই এজিএমের প্রধান উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে এই বছর তাদের জন্য উন্নত সব ডিলের ব্যবস্থা করা। এজিএমের প্রথম দিন সদস্য এবং তাঁদের পরিবারদের মাঝে একটি সাধারণ পুনর্মিলনী হয়ে থাকে। দ্বিতীয় দিনে, সমুদ্র সৈকতে গেম এবং বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে শেষ হয় যেখানে কনা এবং অন্যান্য বিখ্যাত শিল্পীরা পারফর্ম করেন।