ইভেন্ট

বার্সেলোনায় অপোর ফাইভ জি ফোন, কি সুবিধা আনছে

By Baadshah

February 27, 2019

প্রত্যেক মানুষের হাতে হাতে ফোন এনে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ফোন থাকবে মানুষের হাতের মুঠোয়। গ্রাহকদের ৫জি সুবিধাসহ ফটোগ্রাফি ও অন্যান্য দিকে অপো ফোনকে আমরা এগিয়ে নিতে সব ধরনের কাজ করছি বললেন, অপো’র ভাইস প্রেসিডেন্ট অ্যানি জিয়াং।

অপো বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ প্রথমবারের মতো গ্লোবাল ইনোভেশন ইভেন্ট আয়োজন করেছে। এই গ্লোবাল ইনোভেশন ইভেন্ট ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ থেকে শুরু হয়েছে।

অপো ব্র্যান্ডটি প্রতিদিনের অসাধারণ সব সম্ভাবনাগুলো থেকে অনুপ্রেরণা নেয় এবং মানুষকে তার চারপাশের সৌন্দর্য বুঝতে সাহায্য করে। কনজ্যুমার ইনসাইটস দ্বারা চালিত, অপো গবেষণা ও উন্নয়নে (আর অ্যান্ড ডি) একটি বিশাল প্রতিশ্রুতির সাথে উদ্ভাবনে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। এটি সেই প্রতিশ্রুতি, যা অপো’কে ইমেজ বিউটিফিকেশন টেকনোলজি, ফাইভ জি, এআই, এআর/ভিআর বা অন্যান্য সম্ভাব্য মোবাইল প্রযুক্তির মতো ইন্ডাস্ট্রিতে প্রথম এমন সব উদ্ভাবনের ক্ষেত্রে বারবার সাহায্য করবে।

অপো’র ভাইস প্রেসিডেন্ট অ্যানি জিয়াং বলেন, “গণমাধ্যম এবং আমাদের অংশীদারদের জন্য প্রথম ইনোভেশন ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমাদের অগ্রাধিকার তালিকার শীর্ষে আছে উদ্ভাবন এবং ভবিষ্যতকে গ্রাহকদের হাতের মুঠোয় এনে দিতে আমরা সম্প্রতি বেশ কিছু কাজ করেছি। আমরা প্রতিশ্রুতির ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যেতে চাই এবং বিশেষভাবে ফাইভ জি ও ফটোগ্রাফিতে আরও অগ্রগতি নিয়ে আসতে চাই”।

বিশ্বের শীর্ষ ৫ স্মার্টফোনের ব্র্যান্ডের মধ্যে, অপো ২০১৯ সালে মোবাইল প্রযুক্তির অগ্রগতির পিছনে উদ্ভাবনের উপর কিছু বিশেষ ঘোষণা দিয়েছে। বিশ্বের প্রথম ১০এক্স লসলেস জুম টেকনোলজি এবং ফাইভ জি প্রযুক্তিতে ইন্ডাস্ট্রিতে নেতৃত্বস্থানীয় অগ্রগতি সাধনের মাধ্যমে মোবাইল কমিউনিকেশন স্পেসে অপো উদ্ভাবক হিসেবে সুনাম গড়ছে।

ফাইভ জি স্মার্টফোন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ; সৃজনশীলতা, কল্পনা এবং ঘনিষ্ঠ সংযোগের জন্য অবিরাম সম্ভাবনার সাথে নিয়ে আসার কাজ চলছে। প্রথম ফাইভ জি স্মার্টফোন নিয়ে আসা এবং অপো ফাইভ জি ল্যান্ডিং প্রজেক্ট ঘোষণার দেওয়ার মাধ্যমে অপো ফাইভ জি যুগকে কাছে নিয়ে এসেছে। এই আয়োজনে অপো ফাইভ জি পণ্য এবং সেবাসমূহ বাস্তবায়নের জন্য সিঙ্গটেল-এর মতো সম্ভাব্য অংশীদারের সহযোগিতায় সুইসকম, টেলস্ট্রা, অপটাস-এর মতো ক্যারিয়ার অংশীদারদের সাথে ফুল প্লে নিয়ে আসার প্রস্তাব এবং প্রতিশ্রুতি প্রদান করে। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে গ্রাহকরা অসাধারণ পারফম্যান্সের অভিজ্ঞতা পাবেন।

এছাড়া অপো আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ এরিকসন এবং কোয়ালকম-এর বুথে অংশ নিবে, যেখানে দর্শনার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় হাই-পারফরম্যান্স ক্লাউড গেমিং কোম্পানি শ্যাডো সাথে যৌথ উদ্যোগে নির্মিত সোলক্যালিবার৬-এর লাইভ ডেমো’র সাহায্যে ক্লাউড গেমিং-এর অভিজ্ঞতা নিতে পারবে।