মাস ব্যবধানে দেশে সক্রিয় মোবাইল সিম ব্যবহার কমলেও বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এক মাসের ব্যবধানে জুনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৬ লাখ ৬৯ হাজার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৪ লাখ ৮৬ হাজার। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত সর্বশেষ জুন মাসের গ্রাহক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, মে থেকে জুনে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ১৩ লাখ ৬৩ হাজার। বর্তামানে দেশে মোট মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৪৯ লাখ ৫ হাজার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮৫ লাখ ৭১ হাজার।
অপরদিকে ৩০ জুন পর্যন্ত দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার, যা ৩১ মে পর্যন্ত ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার। সেই হিসাবে এক মাসে গ্রাহক সংখ্যা কমেছে ২ লাখ ১১ হাজার।