TechJano

বাড়ছে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য ও সেবায় বাড়তি কর আরোপ করায় ইন্টারনেট খরচ বাড়বে। আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

২০২০-২১ অর্থবছরের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭.৯ শতাংশ। বাজেট পাস হলে ইন্টারনেট খরচ বাড়ার পাশাপাশি অনলাইন খাবার অর্ডার, অনলাইন কেনাকাটার খরচ বাড়বে।

২০২০-২১ অর্থবছরের বাজাটে মোবাইল সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। ফলে মোবাইল ফোনে কথা বলার খরচ বেড়েছে। এই সেবার উপর শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অপর দিকে সিম ও রিম কার্ডের উপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে করে নতুন সংযোগ নেয়ার ক্ষেত্রেও গ্রাহকদের খরচ বাড়ল।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের ব্যবহারের ওপর শুল্ক বাড়িয়েছে সরকার। ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে নতুন সংযোগ নেয়ার ক্ষেত্রে গ্রাহকদের খরচ বাড়বে।

Exit mobile version