অনলাইন কোর্স

বিআইটিএম এবং ইউআইইউ এর তিনটি নতুন স্নাতোকত্তর ডিপ্লোমা প্রোগ্রাম, যেভাবে ভর্তি হবেন

By Baadshah

July 12, 2022

বিআইটিএম এবং ইউআইইউ এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিনটি নতুন স্নাতোকত্তর ডিপ্লোমা প্রোগ্রাম

বেসিস ইন্সটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট এবং ইউনাইটেড ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ৩ টি নতুন স্নাতোকত্তর ডিপ্লোমা প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে অচিরেই। নতুন এই তিনটি প্রোগ্রাম হলঃ বিজনেস এডমিন্সট্রেশন, ডাটা সাইন্স এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

বর্তমানের চাকুরী বাজারের চাহিদার কথা মাথায় রেখে ইন্ডাস্স্ট্রি এবং একাডেমিয়ার যৌথ প্রয়াসে এই স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামগুলো সাজানো হয়েছে। কর্মজীবী শিক্ষার্থীদের প্রত্যেকে যেন সুবিধাজনক সময়ে ক্লাস করতে পারেন সেটা বিবেচনায় রেখে ক্লাসের সময়সূচি শুক্রবার নির্ধারণ করা হয়েছে। প্রথম ব্যাচ হিসেবে প্রতি প্রোগ্রামেই থাকছে বিশাল ছাড়।

নতুন এই তিনটি স্নাতকোত্তর শুরু করার ব্যাপারে বিআইটিএম এর সিইও জনাব তালুকদার মোহাম্মদ সাব্বির বলেন- “বেসিস এবং বিআইটিএম থেকে আমরা সবসময়েই একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির কোলাবরেশনের কথা বলে থাকি। এর আগেও আমরা ইউ আই ইউ এর যৌথ উদ্যোগে দুইটি স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম শুরু করেছি এবং আশাতীত উৎসাহ পেয়েছি সবার কাছ থেকে। এরই ধারাবাহিকতায় এবার আমরা আরো ৩টি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আশা করি, এটিও একটি মাইলফলক হয়ে থাকবে”।

আগ্রহী শিক্ষার্থীরা কোর্স – কারিকুলাম সহ বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশনের জন্য নিচের লিঙ্কগুলোতে ক্লিক করতে পারেনঃ

বিজনেস এডমিন্সট্রেশন প্রোগ্রামের জন্যঃ https://bitm.org.bd/course-details/1001/post-graduate-diploma-pgd-in-business-administration

ডেটা সাইন্স প্রোগ্রামের জন্যঃ https://bitm.org.bd/course-details/1002/post-graduate-diploma-pgd-in-data-science

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্যঃ https://bitm.org.bd/course-details/1000/post-graduate-diploma-pgd-in-supply-chain-management