নতুন পন্য

বিএমডব্লিউ’র বিদ্যুৎচালিত গাড়ির যাত্রা শুরু হলো বাংলাদেশে

By Baadshah

November 03, 2018

বিএমডব্লিউ ৫৩০ই, বিএমডব্লিউ ৭৪০এলই এক্সড্রাইভ এবং বিএমডব্লিউ এক্স৫ এক্সড্রাইভ ৪০ই মডেলের তিনটি বিদ্যুৎচালিত আইপারফরম্যান্স প্লাগ-ইন হাইব্রিড ভেহিক্যাল (পিএইচইভি) দেশের বাজারে উন্মোচন করলো বিএমডব্লিউ’র একমাত্র অনুমোদিত আমদানীকারক ও ডিলার এক্সিকিউটিভ মোটরস লি.।

এ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও-এ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মোটরস লি.-এর অপারেশনস বিভাগের ডিরেক্টর দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল এবং আফটার সেলস বিভাগের ডিরেক্টর মো. বজলুল করিমসহ বিএমডব্লিউ এশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাগণ।বিএমডব্লিউ গাড়িতে ব্যবহৃত উপযোগী এবং উদ্ভাবনী কার্যকরী প্রযুক্তি নিয়ে যে কাজ করছে, তার প্রতিফলনই হচ্ছে বিএমডব্লিউ আইপারফরম্যান্স অটোমোবাইল। প্রতিটি আইপারফরম্যান্স গাড়ি কম কার্বন নির্গমন করে যেখানে গাড়ি চালনার সর্বোচ্চ উপভোগ্য বিষয়টি নিশ্চিৎ হয় যা বিএমডব্লিউ’র মতো ব্র্যান্ড থেকে আশা করা বাঞ্চনীয়। প্রতিদিন বিদ্যুৎচালিত গাড়ি চালানোর অভিজ্ঞতার পাশাপাশি অত্যাধুনিক ও অভিনব সব ফাংশনের ব্যবহার নিশ্চিৎ করা হয়েছে নতুন মডেলের গাড়িগুলোতে।

অনুষ্ঠানে মো. বজলুল করিম বলেন, ‘বাজারে বেশ আগেই হাইব্রিড গড়ি এসেছে। কিন্তু সঠিক সার্ভিসের অভাবে ইতোমধ্যে অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা শতভাগ সার্ভিসিং কাজ শেষ করেই বাজারে এসব গাড়ি নিয়ে আসলাম। তাই হাইব্রিড গাড়ি আনতে আমাদের একটু দেরি হলো।’

তিনি বলেন, বিএমডব্লিউ গাড়িতে ব্যবহৃত জ্বালানি নিয়ে উদ্ভাবনী কার্যকর প্রযুক্তি নিয়ে যে কাজ করেছে তারই প্রতিফলন বিএমডব্লিউ আইপারফরম্যান্স অটোমোবাইল। প্রতিটি আইপারফরম্যান্স গাড়ি কম কার্বন নির্গমন করে। অভিজ্ঞতার পাশাপাশি অত্যাধুনিক ও অভিনব সব ফাংশনের ব্যবহার নিশ্চিত করা হয়েছে নতুন মডেলের গাড়িগুলোতে।

তিনি আরও বলেন, এসব গাড়ির ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘণ্টা। একবার ফুল চার্জ হলে শুধুমাত্র ব্যাটারি ব্যবহার করে ঘণ্টায় ১শ’ কিলোমিটার গতিতে ৩০ কিলোমিটার যাওয়া যাবে। ব্যাটারি এবং ফুয়েলের সমন্বয়ে চালানো হলে এক লিটার অকটেনে সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে প্রায় ৩০ কিলোমিটার পাড়ি দেয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি বিএমডব্লিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি নতুন আইপারফরম্যান্স মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যা বিএমডব্লিউ আই থেকে মূল বিএমডব্লিউ ব্র্যান্ডে রূপান্তরেরই বহি:প্রকাশ। এসব গাড়ির দাম ২ কোটি ৫ লাখ টাকা থেকে শুরু বলে অনুষ্ঠানে জানানো হয়।

নতুন এসব মডেলের গাড়ির ক্রেতারা পাবেন ৫ বছরের ফ্রি-সার্ভিস, পার্টস, মেইনটেনেন্স এবং মেরামত সুবিধা। অর্থাৎ প্রথম ৫ বছর গাড়ি মালিকের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।

উল্লেখ্য, প্রতিটি গাড়ি ক্রয়ের সঙ্গে ক্রেতা ৫ বছর সার্ভিস, পার্টস, রক্ষণাবেক্ষণ ও মেরামত সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অতএব ক্রয়ের দিন থেকে পরবর্তী ৫ বছর কোনো বাড়তি খরচ ছাড়াই চালানো যাবে বিএমডব্লিউ আইপারফরম্যান্স ভ্যাহিক্যাল।