প্রযুক্তি বিশ্ব

বিএমডব্লিউ আনছে সর্বাধুনিক প্রযুক্তির বাইক

By Baadshah

June 07, 2018

জার্মানির বিখ্যাত অটোমোবাইল কোম্পানি বিএমডব্লিউ বাজারে তাদের ভবিষ্যত প্রজন্মের বাইক ছাড়ছে। যা বিশেষত্ব হলো এই বাইক সর্বাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ হবে। যাতে বাইক দূর্ঘটনা হবেই না বললেই চলে। কারণ এটিকে সবচেয়ে নিরাপদ বাইক বলে দাবি করেছে বিএমডব্লিউ।

বিএমডব্লিউর অফিসিয়াল সাইট থেকে জানা যায়, এটি একটি ফিউচার স্টিক মোটর সাইকেল। যা হবে বিশ্বের সবচেয়ে নিরাপদ বাইকের মধ্যে একটি । বাইকটি সেলফ ব্যালেন্স বাইক।যাতে রয়েছে গুগল গ্লাস, আর্টিফিসিয়াল ইন্টিজেন্স (এআই), এবং একটি বাইক স্যুট।যা রাইডারকে সকল প্রকার সহযোগিতা করবে।

এই বাইকের প্রডাকশন এখনো শুরু হয়নি। এটির একটি প্রটোটাইপ তৈরি করা হয়েছে। যার প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। এটি ২০২০ সালের মধ্যে বাজারজাত হতে পারে বলেও জানা যায়। তবে বিএমডব্লিউ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।