ইভেন্ট

বিএসডিআই আয়োজিত চতুর্থ শিল্প-বিপ্লব ভিত্তিক দক্ষতা উন্নয়ন বিষয়ক পলিসি ফ্রেমওয়ার্ক কর্মশালায় অংশগ্রহণ

By Editor

September 22, 2019

সিঙ্গাপুরে আয়োজিত তিন দিন ব্যাপী চতুর্থ শিল্প-বিপ্লব ভিত্তিক দক্ষতা উন্নয়ন বিষয়ক পলিসি ফ্রেমওয়ার্ক ও স্ট্র্যাটেজি শীর্ষক কর্মশালায় অংশ গ্রহণের উদ্দেশ্যে বিএসডিআই নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন অংশ নিয়েছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি শক্তিশালী মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভের জন্য দক্ষ যুবশক্তির কোন বিকল্প নেই। তারুণ্যের শক্ত্কে যথাযথ ভাবে কাছে লাগানোর লক্ষ্যে “জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১” ও “জাতীয় যুব নীতিমালা ২০১৭” এর আলোকে এটুআই প্রোগ্রামের প্ধসঢ়;ক্ষ থেকে নানাবিধ দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের শ্রমশক্তির বাজার অটোমেশনের ফলে সৃষ্ট কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী নতুন নতুন পেশায় কারিকুলাম ও মাস্টার ট্রেইনার তৈরি, চতুর্থ শিল্প-বিপ্লব ভিত্তিক দক্ষতা উন্নয়ন পলিসি ফ্রেমওয়ার্ক ও স্ট্র্যাটেজি তৈরিসহ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৮ সেপ্টেম্বর ৪০ জন দক্ষতা উন্নয়ন নীতিনির্ধারক এবং শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ চতুর্থ শিল্প- বিপ্লব ভিত্তিক দক্ষতা উন্নয়ন বিষয়ক পলিসি ফ্রেমওয়ার্ক ও স্ট্র্যাটেজি তৈরির কাজে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য কর্মশালায় অংশগ্রহণ করছেন। সিঙ্গাপুরের টেমাসেক ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল এটুআই প্রোগ্রামকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করছে। সর্বমোট ৭টি পর্যায়ে এ কারিগরি সহায়তা প্রদান করা হয়।