বিকাশের সহায়তায় আজিমপুর গভর্নমেন্ট গার্লসে ‘বইপড়া’ কর্মসূচি সম্প্রসারণ

ইভেন্ট

বিকাশের সহায়তায় আজিমপুর গভর্নমেন্ট গার্লসে ‘বইপড়া’ কর্মসূচি সম্প্রসারণ

By Baadshah

September 13, 2018

রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বিকাশ এর সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচির আওতায় বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। দেশের শীর্যস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া’ কর্মসূচির সম্প্রসারণ এর অংশ হিসেবে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিকাশ লিমিটেড এর চীফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব:) শেখ মোঃ মনিরুল ইসলাম, জনপ্রিয় শিশুসাহিত্যিক আলী ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমান। উল্লেখ্য, স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সাথে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ২০১৮ সালে ৩৮০০০ বইসহ গত ৫ বছরে এ পর্যন্ত প্রায় ১৭৮,০০০ কপি বই প্রদান করেছে বিকাশ।