ইএমকে সেন্টারের সার্বিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স সোসাইটি এবং রিলেভেন্ট সাইন্স এন্ড টেকনোলজী সোসাইটি, বাংলাদেশ যৌথভাবে মানুষের জন্য বিজ্ঞান গবেষণা পুরষ্কার-২০১৮ ঘোষণা করছে।
উদ্যোক্তাগণ মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে সাধারণ জনগণের জীবনের মান উন্নয়নে নিয়োজিত করা শিক্ষিত জনগোষ্ঠীর নৈতিক দায়িত্ব, যা সঠিকভাবে না করার ফলে পৃথিবীর সিংহভাগ মানুষ বর্তমানে তৃতীয় বিশ্বে’ মানবেতর জীবন যাপন করছে। এজন্য নতুন প্রজন্মকে সাধারণ মানুষের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে উল্লিখিত পুরষ্কার চালু করা হয়েছে। দেশের সাধারণ জনগণ, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নকে সামনে রেখে পুরষ্কারের জন্য প্রজেক্ট বাছাই করতে হবে। প্রজেক্টটি কোন পণ্য, বা কোন পণ্যের প্রস্তুতকরণ পদ্ধতি, বা জনগণ নিজেই বানিয়ে ব্যবহার করতে পারে এমন প্রযুক্তি নিয়ে হতে পারে। প্রজেক্টে গবেষণার উপর বেশী জোর দেয়া হবে।
তিনটি স্তরে পুরষ্কার দেয়া হবে: উত্তম, মধ্যম ও সন্তোষজনক। একটি স্তরে একাধিক প্রজেক্টকে পুরষ্কার দেয়া যেতে পারে। আবার মান সন্তোষজনক না হলে কোন স্তরের পুরষ্কার নাও দেয়া হতে পারে। পুরষ্কারপ্রাপ্ত কিছু প্রজেক্ট বাস্তবায়নের জন্য মেনটরিং সহায়তা দেয়া হবে এবং অর্থ সাহায্যের জন্য যথাযথ দাতাগোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন করে দেয়া হবে। অথবা প্রযুক্তি-নির্ভর পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণনের ক্ষমতা রাখেন এমন কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে দেয়া হবে। স্নাতক শ্রেণীতে অধ্যায়নরত বা এইচএসসি পরবর্তী যে কোন ডিপ্লোমা কোর্স বা সমতূল্য শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীগণ, একজন বা কয়েকজন (সর্বোচ্চ ৩ জন) মিলে দলগত ভাবে প্রজেক্ট করতে পারবে।
ইমেইলের মাধ্যমে award@science4mankind.net ঠিকানায় ২৫শে জুলাই, ২০১৮ এর মধ্যে নিবন্ধনের জন্য প্রস্তাবিত প্রজেক্টের শিরোনাম ও ৫০০ শব্দের মধ্যে সারসংক্ষেপ পাঠাতে হবে।
পরবর্তীতে চুড়ান্তভাবে বাছাই করা প্রজেক্টগুলো ১৫ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে কার্জন হল ভবনে প্রদর্শিত হবে এবং সেখানেই বিচারক মন্ডলী পুরষ্কারের চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিজ্ঞান চিন্তা, চ্যানেল আই ও রেডিও ৭১ এ আয়োজনে মিডিয়া পার্টনার ও প্রথম আলো মিডিয়া সহযোগী হিসেবে থাকছে। পুরষ্কারের বিশদ তথ্য ও নিয়মাবলী পাওয়া যাবে www.science4mankind.net ওয়েবসাইটে।