অনুসন্ধিৎসু চক্রের আজীবন সদস্য ও বাংলাদেশ অ্যামেচার রেডিও লীগের সদস্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি গবেষক আতাউল হাকিম আর নেই। মসোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। আতাউল হাকিম দীর্ঘদিন ধরে তিনি দেশে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দেশে ইলেকট্রনিক্স চর্চাকে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি অ্যামেচার রেডিও অপারেটর হিসেবে হ্যাম চর্চায় মগ্ন ছিলেন। অনিসন্ধিৎসু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুসন্ধিৎসু চক্র উদ্যোগে ১৯৮৫-৮৬ সালে দেশে হ্যালির ধূমকেতু পর্যবেক্ষণ, ২০০৯ সালে পূর্ণগ্রাস সর্যগ্রহণ আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞান মনস্ক আতাউল হাকিম সর্বশেষ ইনোভেটিভ জিটিইসি প্রতিষ্ঠানের প্রোডাকশন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশে বিজ্ঞানকে ছড়িয়ে দিতে তার অবদান নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, পথ দেখাবে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র এবং বাংলাদেশ অ্যামেচার রেডি লীগ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।