ইভেন্ট

বিজয়ের মাস জুড়ে কম্পিউটার মেলা মাল্টিপ্লান সেন্টারে

By Baadshah

November 17, 2021

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১ ডিসেম্বর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) শুরু হতে যাচ্ছে বিজয় উৎসব-২০২১। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় উৎসব আয়োজন উপলক্ষে আজ কম্পিউটার সিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও বিজয় উৎসব-২০২১ এর আহ্বায়ক তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ এস. এম. আনোয়ার আয়ুব, প্রচার সম্পাদক মীর রফিকুল ইসলাম (বিল্লু), আইটি সম্পাদক মো. রাশেদ আলী ভূইয়াসহ মার্কেটের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতোমধ্যে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার সিটি সেন্টার পরিচিতি লাভ করেছে। প্রথম থেকে দশম তলা পর্যন্ত বিশাল জায়গাজুড়ে এ মার্কেটের ৭৫০টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল প্রদর্শন করবে।

প্রযুক্তি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা তাদের পণ্যের বিপণন ও প্রদর্শনী করবে এই বিজয় উৎসবে। বিজয় উৎসবে থাকবে পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, বিভিন্ন অফার, উপহার সামগ্রীসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন। থাকবে মুজিব শতবর্ষের আলোচনা সভা, সেমিনার, ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন, বিজয় উৎসব উপলক্ষে ফ্রি সার্ভিসিং, চিত্রাংকন প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে থাকছে র‌্যালি এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন। কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহসান বলেন, বিজয় উৎসব হবে জাঁকজমকপূর্ণ। শপিং মলজুড়ে এ উপলক্ষে থাকবে বড় পরিসরে প্রযুক্তি পণ্যের বেচাকেনা ও নতুন প্রযুক্তির প্রদর্শনী। সেই সঙ্গে থাকবে বিশেষ মূল্যছাড় ও উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেওয়ার প্রয়াসেই এ আয়োজন। নির্বিঘ্নে ও নিরাপদ একটি উৎসব নিশ্চিত করতে সর্বোচ্চ আমরা নিরাপত্তাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সর্বস্তরের মানুষের মাঝে ও ঘরে ঘরে তথ্য-প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কম্পিউটারসহ তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়তে এই আয়োজন করা হয়েছে।

দেশের শীর্ষ স্থানীয় আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত, এখন অপেক্ষা আপনাদের। বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১ ডিসেম্বর ২০২১, বেলা ১১টায়। এই উৎসব উপভোগ করতে মাল্টিপ্ল্যান সেন্টারে বিনামূল্যে প্রবেশ করা যাবে।