তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (বিটপা) তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বগুড়ায়। জেলার শহীদ টিটু মিলনায়তনে আজ শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কারিগরি বিশেষ এ সম্মেলন। সম্মেলনে সারা দেশ থেকে ৮৫০ জন পেশাজীবী অংশ নিয়েছেন।
সম্মেলনটি আয়োজন করছে বগুড়া অনলাইন প্রফেশনালস কমিউনিটি (বিওপিসি) ও আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপ। সহযোগিতা করছে অনলাইন তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান শিখবেসবাই।
আয়োজকেরা জানান, দিনব্যাপী সম্মেলনে নানা কারিগরি বিষয়ে আলোচনা করা হচ্ছে। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৫০ জন স্পিকার অংশ নিয়েছেন। সম্মেলনে কারিগরি বিভিন্ন বিষয় উপস্থাপন করছেন বিটপার সভাপতি মুজাহিদুল ইসলাম, বিওপিসির সভাপতি মাহমুদুর রহমান, এলডব্লিউএইচএইচের প্রতিষ্ঠাতা হাসিন হায়দার, টেলিনর হেলথের সফটওয়্যার প্রকৌশলী এনাম আহমেদ, ফিডফন্ডের সহপ্রতিষ্ঠাতা তৌহিদুর রহমান, আইটি নাট হোস্টিংয়ের প্রতিষ্ঠাতা রিজাউল করিম প্রমুখ।