টেলিকম

বিটিআরসির টেলিযোগাযোগ সেবা নিয়ে ২২ আগস্ট গণশুনানি

By Baadshah

August 02, 2021

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে আগামী ২২ আগস্ট গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য, প্রশ্ন ও উপদেশ জানাতে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে গণশুণানিতে অংশ নেয়া যাবে।

সংশ্লিষ্ট সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেলফোন ব্যবহারকারী, বাংলাদেশের ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যে কেউ নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন। ২২ আগস্ট ২টায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে অনলাইন প্ল্যাটফর্মে।

উল্লেখ্য, সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীদের ই-মেইল বা এসএমএসের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে।