TechJano

বিটিআরসি অডিট ফার্ম নিয়োগ দিলো

বেসরকারি মোবাইলফোন অপারেটর কোম্পানি বাংলালিংকে নিরীক্ষা কার্যক্রমের জন্য অডিট ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিটিআরসি কার্যালয়ে মসিহ মুহিত হক অ্যান্ড কোংয়ের সঙ্গে এ সংক্রান্ত একটা চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ মুহিত হক অ্যান্ড কোংয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলালিংক বিটিআরসির নির্দেশনা সঠিকভাবে পালন করছে কিনা, সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে কিনা অডিটের মাধ্যমে এসব বিষয় যাচাই করবে অডিট ফার্মটি।

ফেসবুকে এক পোস্টে বিটিআরসি জানিয়েছে, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের নিরীক্ষা কার্যক্রম। মঙ্গলবার এ নিরীক্ষা কার্যক্রমের জন্য নির্বাচিত অডিট প্রতিষ্ঠানের সাথে বিটিআরসির চুক্তি স্বাক্ষর হয়েছে।

এর আগে বিটিআরসি জানায়, ৮ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে অডিট ফার্মটিকে নিয়োগ দেয়া হয়েছে।

Exit mobile version