করপোরেট

বিদেশ ভ্রমণে রোমিং সুবিধা দিতে বাংলালিংক ও গোজায়ানের চুক্তি

By Baadshah

June 06, 2018

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বিদেশে গ্রাহকদের অবকাশকালীন ভ্রমণে রোমিং-এর সুবিধা আরও উপভোগ্য করার লক্ষ্যে অনলাইন ভ্রমণ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গোজায়ানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোর প্রোডাক্টস, আইআর এ্যান্ড ভ্যাস ডিরেক্টর আব্দুল্লাহ ফয়েজ, পার্টনারশিপ এ্যান্ড লয়্যালটি সিনিয়র এক্সিকিউটিভ সালমান নুসরাত, ইন্টারন্যাশনাল রোমিং সিনিয়র এক্সিকিউটিভ মো. মুসাব্বির শাহাদ ও কর্পোরেট কম্যুনিকেশনস সিনিয়ার ম্যানেজার আংকিত সুরেকা । গোজায়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও রিদওয়ান হাফিজ ও হেড অফ অপারেশনস হাসনাইন রফিক। এই চুক্তি অনুসারে, বাংলালিংক-এর রোমিং গ্রাহকরা গোজায়ানের হলিডে প্যাকেজগুলিতে ৩০০০ টাকা ছাড়ের পাশাপাশি মাত্র ২০০০ টাকার সিকিউরিটি ডিপোজিটে রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে গ্রাহকরা সিকিউরিটি ডিপোজিটে(এসডি) পাবেন ১০০% ছাড়। এছাড়া শীর্ষ ২৫টি ছুটির গন্তব্যস্থলে গ্রাহকরা পাবেন বিশেষ রোমিং রেটের সুবিধা। প্রিপেইড এবং পোস্টপেইড – উভয় ধরনের গ্রাহকরাই রোমিং কভারেজের উপর ভিত্তিতে অফারটি উপভোগ করতে পারবেন। এই অফারটি উপভোগ করতে গ্রাহকদের হ্যান্ডসেট থেকে ম্যানুয়ালি পছন্দসই নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। সকল ভয়েস কলের জন্য ৬০-সেকেন্ড পালস প্রযোজ্য হবে। রোমিং অ্যাক্টিভেট করতে গ্রাহকদের বাংলালিংক-এর কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে। হলিডে ট্যুর প্যাকেজ সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে হবে গোজায়ানের সাথে। এই অফার ৩রা জুন ২০১৮ থেকে ৩রা সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত প্রযোজ্য হবে। বাংলালিংক-এর কোর প্রোডাক্টস, আইআর এ্যান্ড ভ্যাস ডিরেক্টর আব্দুল্লাহ ফয়েজ বলেন, “উন্নত মানের ডিজিটাল সেবা প্রদানের পাশাপাশি আমরা গ্রাহকদের এমন অফার দিতে চেষ্টা করি, যা তাদের জীবনযাত্রায় বাড়তি সুবিধা যোগ করতে পারে। এই বিশেষ অফার গ্রাহকদের বিদেশে উপভোগ্য অবকাশযাপন নিশ্চিত করবে। আমরা আশা করি, বিশেষ এই অফার তাদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে তুলবে।” গোজায়ানের প্রতিষ্ঠাতা ও সিইও রিদওয়ান হাফিজ বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই আকর্ষণীয় অফার বাংলালিংক গ্রাহকদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে, কারণ এখন তারা রোমিংয়ের উচ্চ মূল্য সম্পর্কে চিন্তামুক্ত থাকতে পারবেন। এই অফার তাদের ভ্রমণ অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে।” গ্রাহকদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে আকর্ষণীয় অফার নিয়ে আসতে চায় বাংলালিংক।