অ্যাপ রিভিউ

বিনামূল্যে এআর কনটেন্ট প্রশিক্ষণ কোর্স চালু করেছে গুগল

By Baadshah

June 28, 2018

এআর কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দিতে গ্রাহকদের জন্য বিনামূল্যের কোর্স চালু করেছে গুগল। অনলাইন শিক্ষা প্লাটফর্ম ‘কোর্সেরা’ তে ‘ইনট্রোডাকশন টু অগমেন্টেড রিয়ালিটি এ্যান্ড এআরকোর’ নামে এই কোর্সটি শুরু করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ১৫ ঘণ্টার এই প্রশিক্ষণে এ্যাপ নির্মাতাদেরকে গুগলের এআর কনটেন্ট তৈরির প্লাটফর্ম ‘এআরকোর’ এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির ‘পলি অবজেক্ট লাইব্রেরি’র মতো অন্যান্য বিষয় নিয়েও ধারণা দেয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ডেভেলপারদের এআরকোর প্লাটফর্মে ৩ডি সম্পদ এবং উপাদান ব্যবহার, ব্যবস্থাপনা ও তৈরিতে সহায়তা করবে গুগল।

এ্যান্ড্রয়েড হেডলাইনস-এর এক প্রতিবেদনে বলা হয়, ‘অংশগ্রহণকারীরা কী শিখবে তা সুনির্দিষ্ট করে বলতে হলে, কোর্সটি নক্সা করা হয়েছে তাদের জন্য যারা একেবারেই নতুন, তাদেরকে এই প্লাটফর্মের ব্যবহারগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে এবং এআর ব্যবহার করে ঠিক কীভাবে প্রভাবগুলো আনা সম্ভব তা দেখানো হবে।’ এই উদ্যোগের মাধ্যমে এআর কনটেন্ট তৈরির প্লাটফর্মের দিক থেকে নিজেদের কিছুটা এগিয়ে নিচ্ছে গুগল। একই ধরনের ‘এআরকিট’ প্লাটফর্ম রয়েছে এ্যাপলেরও।

ইতোমধ্যেই কোর্সের নিবন্ধন শুরু হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এ্যান্ড্রয়েড হেডলাইনস। নিবন্ধন চলবে ১৬ জুলাই পর্যন্ত। –

তথ্য সূত্র: আইএএনএস