TechJano

বিনা খরচে পাঁচ হাজার সরকারি আইটি ট্রেনিং

শিক্ষার্থীদের বিনা খরচে সরকারি আইটি ট্রেনিং পাওয়ার সুযোগ এল। ব্রাইট স্কিলস শিক্ষার্থীদের বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেবে।

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নবম থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে সরকারি আইটি ট্রেনিং বিভিন্ন প্রশিক্ষণ দেবে ব্রাইট স্কিলস। নভেম্বর মাসজুড়ে পাঁচ হাজার শিক্ষার্থীকে অনলাইনে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে ই-লার্নিং প্রতিষ্ঠানটি। দেশের যেকোনো প্রান্তে থাকা শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

অনলাইনে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, প্রফেশনাল কনটেন্ট রাইটিং, অ্যাডবি ফটোশপ ও স্পোকেন ইংলিশ কোর্সের যেকোনো একটি করার সুযোগ পাবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের সনদও দেওয়া হবে।

এ বিষয়ে ব্রাইট স্কিলসের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরবর্তী ধাপ স্মার্ট বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে সারা দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিনা মূল্য প্রশিক্ষণের জন্য https://registration.brightskills.com/ ঠিকানায় প্রবেশ করে নিবন্ধন করতে হবে।

Exit mobile version