টেক ফ্যাশন

বিভাগীয় শহর রংপুরে, ২৭ এপ্রিল বসছে ‘ই-কমার্স মেলা’

By Editor

April 27, 2019

গ্রামপর্যায়ে শহরের সুবিধা পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নে ‘ই-কমার্সেরডাক’ স্লোগানে ২৭এপ্রিল শনিবার নগরীর পৌরবাজার টাউন হলে বসছে  জাতীয়ই-কমার্সমেলা। বাংলাদেশ ডাক বিভাগওই-কমার্স ব্যবসায়ীদের সংগঠনই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যৌথ উদ্যোগে সকালে দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ  হাই-টেক  পার্ক  অথরিটি ম্যানেজিং  ডিরেক্টর (সেক্রেটারি) হোসনে  আরাবেগম, এনডিসি। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডাকবিভাগেরস সদস্য বিদায়ী মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, দারাজ  বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাহিদল হকও  ই-ক্যাবসাধারণ সম্পাদক মোহাম্মদআবদুল ওয়াহেদ তমাল।

শুক্রবার (২৬এপ্রিল) সকালে রংপুরপ্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদসম্মেলনে এসবতথ্য তুলে ধরেনই-কমার্স ডাক মেলা’র আহ্ববয়ক আসিফ আহনাফ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর প্রধান ডাক ঘরের ডিপি এমজিপ্রদীপ কুমার, পোস্টমাস্টার আলামিয়া মন্ডল এবংই-কমার্স ডাক মেলাসহ-আহ্ববায়ক আদনান আহমেদ।

সংবাদ সম্মেলনে মেলাকমিটির আহ্ববায়ক আসিফ আহনাফ জানান, মেলা প্রাঙ্গনে থাকছে ৩১ টিস্টল।এর মধ্যে ২টি প্যাভিলিয়ন ও ৩টি মিনি প্যাভিলিয়ন। মেলায় অংশ নিচ্ছে দেশে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিতই-কমার্সের ডাক মেলার টাইটেলস্পন্সরদারাজ। নির্ভরযোগ্যতার সঙ্গে গ্রাম পর্যায়ে অনলাইনের ক্রয়কৃতপণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেয়ার সবচেয়ে বড়ই- নেটওয়ার্কই-পোস্ট, পড়ুয়াদের অতি পরিচিতই-শপ রকমারি.কম, দেশের সবচেয়ে বড় মোবাইল অ পারেটর গ্রামীণফোনের ই-কমার্সভেঞ্চরশপারু, ঘর কন্যাদের কাছে ঐতিহ্য বা হীব্র্যান্ডসিঙ্গার, দেশেজুড়ে দ্রুত বিস্তারলাভ করা প্রিয়শপ, নারীউদ্যোক্তাদেরই- কমার্সউদ্যগ জাতীয় তথ্য আপা, খাসফুড, রেজিস্ট্রো, স্পিকলার, এএসএলকমার্জ, এটুআই, লেইসফিতা, গিকিসোশ্যাল, ফুডকর্নার, ইভ্যালি, ক্রাফটভিশন, অন্যকিছু, ক্রিয়েটিভ আইটি’র মতো নানামাত্রিক অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান।

তিনিবলেন, সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত উদ্যোক্তা-ভোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য মেলায় থাকছেবিষয়ভিত্তিক ২টি সেমিনার। সকালে সেমিনার হবে ‘গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নেই-কমার্স’।আরদুপুর ১২টা থেকেশুরু হবে ‘নারী উদ্যোক্তাদেরই-কমার্স সেবায় তথ্য আপা’ এরও পরবিশেষ আলোচনা ও হাতেখড়ি পর্যায়ের সেমিনার।

মেলায় উপস্থাপন করাহবেকী ভাবেই-পোস্টসেবার মাধ্যমে রংপুর বিভাগেব্যবসায়বাণিজ্যপ্রসারেনতুনদিগন্তউন্মোচনকরাযায়।

তাই বিশেষ করে তরুণ উদ্যোক্তারা মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের আবাহনেদ্রত বদলে যাওয়া বিশ্ব পরিস্থিতিতে নিজে দেরক্যারিয়ারকে এগিয়ে রাখতে সচেষ্ট হবেন বলে অভি মতব্যক্ত করেন আসিফ আহনাফ।

এসময় মেলায় নানা চমক ও মূল্য ছাড়ে নিজেদের পরিবেশিত পণ্য ও সেবার পসরারতথ্য ও সংবাদ সম্মেলনে উপস্থাপন করাহয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় গিয়ে মোবাইলে অ্যাপ ডাউনলোড করেই এক লিটার তেলফ্রি পাওয়া যাবে।বিনা মূল্যে ডায়াবেটিকস মাপা ও বই ছাড়াও নানা ধরনের উপহার সামগ্রী পাওয়া যাবে। এর বাইরেও মেলা প্রাঙ্গণেপ্রতি ঘণ্টায় রেফেলড্রয়ে মোবাইলফোনসহ নানা আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে মেলায়। এছাড়াও সিঙ্গারের স্টল থেকে মিলবে ১০হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট।

প্রসঙ্গত,ই-কামার্সের ডাক মেলার পৃষ্ঠোপোষকতা করেছে চালডাল.কম, রেজিস্ট্র.কম, রকমারি.কম, প্রিয়শপ, দিনরাত্রি, এমএমইভাই, স্পিকলার, ফাইবার অ্যাটহোম, এসএসএল কমার্জ এবং মাসিক কম্পিউটার জগৎ।