দেশ

বিমানের টিকিট কেনার সহজ উপায় কি? জেনে নিন

By Baadshah

May 17, 2018

ঈদে বিমানে বাড়ি যাবেন? বা জরুরি বিমানের টিকিট দরকার? কি করবেন ভেবে পাচ্ছেন না? এখন থেকে ফোন করেই কেনা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট। এ জন্য বিমানের নির্দিষ্ট নম্বরে কল করতে হবে। একইভাবে ফোন করে টিকিট বুকিং, ফ্লাইট-সংক্রান্ত তথ্য, যাত্রার তারিখ পরিবর্তনও করা যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, বিমানের ১৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যের যেকোনো টিকিট কিনতে অথবা বুকিং করতে হলে এখন থেকে ০২ ৮৯০১৬০০ এক্সটেনশন ২৭১০ ও ২৭১১ অথবা সরাসরি মোবাইল নম্বর ০১৭৭৭-৭১৫৬১৩ নম্বরে ফোন করা যাবে। টিকিটের মূল্য বিকাশ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। কেনার পর যাত্রীরা টিকিটের কপি ই-মেইল, হোয়াটসআপ, ভাইবার কিংবা ইমোতে পেয়ে যাবেন। আন্তর্জাতিক রুটের টিকিট কিনতে হলে যাত্রীরা তাঁদের পাসপোর্টের স্ক্যান কপি ই-মেইল অথবা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন। দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে এ সুবিধা পাওয়া যাবে। মোবাইল অথবা ফোনের মাধ্যমে টিকিটের এসব সুবিধা সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ ইনামুল বারী বলেন, বর্তমান সরকারের ই-সার্ভিস রোড ম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে বিমান তার সম্মানিত যাত্রীদের সেবাদানে আরও এক ধাপ এগিয়ে মোবাইলের মাধ্যমে টিকিটিং-সংক্রান্ত সব সুবিধা চালু করল। যাত্রীরা এখন থেকে সহজেই মোবাইল ফোন বা ল্যান্ড ফোনের মাধ্যমে ফ্লাইট-সংক্রান্ত তথ্য, টিকিট বুকিং, টিকিট ক্রয়, যাত্রার তারিখ পরিবর্তন সম্পর্কিত সব সুবিধা সহজেই পাবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) ফারহাত হাসান জামিল, পরিচালক (বিপণন, বিক্রয় ও গ্রাহক সেবা) মো. আলী আহসান, মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ, মহাব্যবস্থাপক বিক্রয় আশরাফুল আলম।