TechJano

বিশ্বকাপ ফুটবলের খবর অ্যাপে

বিশ্বকাপ নিয়ে সারাবিশ্ব জুড়ে চলছে প্রচণ্ড উন্মাদনা। কখন কার সঙ্গে কার খেলা, কে জিতবে আর কে হারবে, কোথায় বসে খেলা দেখা হবে, প্রিয় দলের জার্সি কেনা- সবই  শেষ। শুরু হয়ে গেছে জমজমাট বিশ্বকাপ ফুটবল।এরই মধ্য ধরাশায়ী অনেক বড় দল।বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমীর চোখ এখন রাশিয়ায়। প্রিয় দল, তারকা কিংবা প্রতিপক্ষ দল, খেলার প্রতিমুহুতের খোঁজখবর রাখার সুবিধা এখন হাতের মুঠোতেই। স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে নিলে চোখ এড়াবে না কোনো হালনাগাদ তথ্য। বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে এমন কিছু অ্যাপ যা বিশ্বকাপের খুটিনাটি আপনার চোখের সামনে মেলে ধরবে। যারা সব সময় টিভি, কম্পিউটার বা ফোনে চোখ রাখতে পারবেন না তাদের জন্য আছে কিছু অ্যাপ। অ্যাপে কে জিতল কে হারল, কে গোল দিল এ তথ্য জানা যাবে। এ ধরনের কয়েকটি অ্যাপের কথা জেনে নিন:

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮: অফিশিয়াল ফিফা অ্যাপ ফুটবলপ্রেমীদের জন্য ফুটবল বিশ্বকাপের তথ্য জানার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হতে পারে। এখান থেকে ‍ফুটবলের লাইভ আপডেট, গোলের, খেলোয়াড ও দলের বিস্তারিত তথ্য জানা যাবে। কোন দলের কখন খেলা সে তথ্যও জানা যাবে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ অফিশিয়াল অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি সংস্করণে এটি পাওয়া যাবে।

ডাউনলোড লিংক:

https://play.google.com/store/apps/details?id=com.fifa.fifaapp.android&hl=en

ইএসপিএন: মিডিয়া কোম্পানি ইএসপিএন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তাদের পুরো বিশ্বকাপ আয়োজনকে একটি অ্যাপের ভেতর এনেছে। এখানে পছন্দের দলকে অনুসরণ করার এবং তাদের সব হালনাগাদ তথ্য পাওয়ার সুযোগ আছে। ফুটবলের ধারভাষ্যর পাশাপাশি দরকারি পরিসংখ্যান জানার সুবিধা আছে ইএসপিএন অ্যাপে।

ডাউনলোড লিংক:

https://play.google.com/store/apps/details?id=com.espn.score_center&feature=search_result

ওয়ানফুটবল: ফুটবলপ্রেমীদের জন্য শুধু ফুটবলসংক্রান্ত তথ্য নিয়ে তৈরি হয়েছে ওয়ানফুটবল নামের একটি অ্যাপ্লিকেশন।ইএসপিএনের মতো এতে তাতক্ষণিক তথ্য পাওয়া যায়। এ ছাড়া প্রিয় দল ও ত্যাদের ম্যাচগুলো অনুসরণ করার সুবিধা আছে। ওয়ার্ল্ড কাপ ছাড়াও বিভিন্ন লীগ খেলার তথ্য জানার সুযোগ আছে ওয়ানফুটবলে। তবে এর বিশ্বকাপ বিভাগটি ফুটবলপ্রেমীদের মন জোগানোর জন্য যথেষ্ট।

ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=de.motain.iliga&_branch_match_id=537843887308279637

গুগল নিউজ: ফুটবলপ্রেমীদের জন্য সার্চ জায়ান্ট গুগল বিশ্বকাপ উপলক্ষে দারুণ আয়োজন করেছে। এর মধ্য গুগল নিউজকে হালনাগাদ করা হয়েছে। গুগল নিউজ অ্যাপও উন্মুক্ত করা হয়েছে প্লেস্টোরে। ওয়ার্ল্ড কাপ ট্র্যাকার হিসেবে এটি দারুণ কার্যকর। এতে রঙিন স্পটলাইট হুইল রয়েছে যাতে লাইভ স্কোর, শিডিউল, ফল সহজে দেখার সুবিধা আছে। এ ছাড়া ইউটিউবের ভিডিও হাইলাইট এতে পাওয়া যাবে। নিউজ অ্যাপে যে নির্দিষ্ট ট্র্যাকার ‍সুবিধা আছে তা কয়েকটি দেশে ব্যবহার সীমাবদ্ধ। বাংলাদেশে এ সুবিধা নেই।

লিংক: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.magazines

লাইভ ফুটবল বিশ্বকাপ:  বাংলাদেশি ফুটবলভক্তদের জন্য বিশ্বকাপ শুরুর আগে লাইভ ফুটবল বিশ্বকাপ নামে অ্যাপ উন্মুক্ত করে মাই স্পোর্টস সার্ভিস।  অ্যাপটির মাধ্যমে  ফুটবল, ক্রিকেটসহ সকল খেলা উপভোগ করা যাবে।   বিশ্বকাপ ফুটবলের জন্য লাইভ মিডিয়ার মাই স্পোর্টসের এই সুবিধাটি উন্মুক্ত করা হয়।
লিংক: https://play.google.com/store/apps/details?id=net.livetechnologies.mysports

ফুটবলবাজ : দেশীয় প্রতিষ্ঠান ডিকোড ল্যাব তৈরি করেছে ফুটবলবাজ নামের একটি অ্যাপ্লিকেশন।  খেলার হালনাগাদ তথ্য জানার ‍সুবিধা আছে এতে। ইন্টারনেট সংযোগ থাকলে প্রতিটি ম্যাচের লাইভ স্কোর দেখা যাবে এতে।  কোন গ্রুপে কোন দেশ, প্রতিটি দেশের খেলোয়াড়দের সব তথ্য জানা যাবে অ্যাপটিতে।

লিংক https://play.google.com/store/apps/details?id=com.decodelab.fifaworldcupbazz

ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০১৮: ফেন্ডোনাস লিমিটেড নামে দেশীয় কোম্পানি অ্যাপটি তৈরি করেছে।  অ্যাপটিতে প্রত্যেক ম্যাচের জন্য আলাদা করে চ্যাটরুম রাখা হয়েছে। এতে ফুটবলপ্রেমীরা তাদের সাপোর্ট করা দলের পক্ষ হয়ে গ্রুপ চ্যাট করতে পারবেন। এর ইন্টারফেস বাংলায়।  হোম পেজে ফুটবল বিশ্বকাপের নানা তথ্য রয়েছে।

লিংক: https://play.google.com/store/apps/details?id=com.fendonus.www.fifaworldcup2018&rdid=com.fendonus.www.fifaworldcup2018

বিশ্বকাপ ফুটবল ২০১৮ সময়সূচি লাইভ স্কোর: গুগল প্লেস্টোরে বিনা মূল্যের শীর্ষ অ্যাপের তালিকার প্রথমে রয়েছে অ্যাপটি। টিএসফটবিডির তৈরি অ্যাপটি ১০ লাখের কাছাকাছি ডাউনলোড হয়েছে। অ্যাপে বিশ্বকাপের সময়সূচি, কার সঙ্গে কখন খেলা প্রভৃতি ফিচার আছে।

ডাউনলোড লিংক

https://play.google.com/store/apps/details?id=com.tasoftbd.worldcup2018schedule

অল ফুটবল: প্লেস্টোরে শীর্ষ বিনা মূল্যের অ্যাপের তালিকায় জায়গা করে নিয়েছে অল ফুটবল নামের এ অ্যাপটি। ফুটবলের খবরাখবর, ব্রেকিং নিউজসহ ফুটবলের হালনাগাদ তথ্য পাওয়া যাবে অ্যাপটিতে।

লিংক

https://play.google.com/store/apps/details?id=com.allfootball.news

বিশ্বকাপ ফুটবল ২০১৮ লাইভ টিভি: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্লেস্টোরের আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১৮ লাইভ টিভি। বিনা মূল্যের অ্যাপের তালিকায় গুগলের প্লেস্টোরে এটি শীর্ষ ১০ এ রয়েছে। অ্যাপটরি মাধ্যমে সরাসরি দেখুন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর প্রতিটি ম্যাচ লাইভ দেখানো হয়।

লিংক: https://play.google.com/store/apps/details?id=com.biswasaj70.world_cup_2018_live

Exit mobile version