ফিচার

বিশ্বমানের ডব্লিউপিবি ৫৬০ মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ: পলক

By Baadshah

April 29, 2020

দেশের নিদিষ্ট সময়ের মধ্যে ভেন্টিলেটরের প্রোটোটাইপ তৈরি করেছে ওয়ালটন । আমার এক মাস পূর্বে যে অক্সিজেন সরবরাহকারী যন্ত্র ভেন্টিলেটর তৈরি করতে শুরু করেছিলাম আমার এখন সফল হয়েছি । বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় ডব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটর তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

আজ মঙ্গলবার দুপুর ৩ টায় জুম অনলাইনের মাধ্যমে ওয়ালটনের তৈরিকৃত করোনা ভাইরাস রোগীদের অক্সিজেন সরবরাহকারী যন্ত্র ভেন্টিলেটরের প্রোটোটাইপের ক্লিনিক্যাল ট্রায়াল কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ইনোভিশন ল্যাবে থেকে দেশের তরুন উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের মোট ১৮ টি বিভিন্ন মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে । আমরা খুবখুব শীঘ্রই এই গুলো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রেরন করব। তিনি আরো বলেন, ওয়ালটন মেডট্রনিকের সহায়তায় পিবি৫৬০ ভেন্টিলেটর ছাডাও তাদের নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে আরো ২টি মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে ।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি করোনা মহামারি খুব দ্রুতই শেষ হবে। কিন্তু মহামারি দীর্ঘ হলে আমরা দেশে তৈরি মানসম্মত ভেন্টিলেটরের দ্বারা চাহিদা পূরণ করতে সক্ষম হব। ইতোমধ্যে এটুআই ইনোভেশন ল্যাব থেকে ১৮টি ভেন্টিলেটর তৈরি করা হয়েছে। এগুলোর মান যাচাই বাছাই করা হচ্ছে।

পলক আইসিটি বিভাগের উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য মেডট্রনিক্স এবং ওয়ালটনের সাথে সমন্বয় করার জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পকে ধন্যবাদ জানান।

আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, ওয়লটনের ভেন্টিলেটর প্রকল্প প্রধান প্রকৌশলী গোলাম মোর্শেদ, লিয়াতক আলী, ওয়ালটন এর পরিচালক লিয়াকত আলী,মেডট্রনিক্সের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনলাইন সাংবাদিক সম্মেলনে যােগ দেন।

ওয়ালটনের প্রতিনিধি গোলাম মোর্শেদ বলেন, এফডিএ সার্টিফাইড এ ভেন্টিটেরটির যন্ত্রাংশের যোগান দিচ্ছে মেডট্রনিক। তারা পাঁচটি দেশের ৫টি কোম্পানীর সাথে যৌথ উদ্যোগে উৎপাদনে যাওয়ার ব্যাপারে একমত হয়। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এ ভেনিটলেটরের সংযোজন হবে ওয়ালটনের কারখানায়।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর খুবই জরুরি। ওয়ালটন সব সময় দেশের মানুষের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আসছে। সে জন্য উদ্ভূত পরিস্থিতিতে জীবন রক্ষাকারী ভেন্টিলেটর, পিএপিআর (পাওয়ার এয়ার পিউরিফায়ার রেসপিরেটর), অক্সিজেন কনসেনট্রেটর, ইউভি ডিসইনফেকট্যান্ট, সেফটি গগলস, প্রোটেকটিভ শিল্ড, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে কাজ করছে ওয়ালটন।