প্রযুক্তি গল্প

বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস উদযাপিত হচ্ছে

By Baadshah

February 08, 2022

আজ ৮ ফেব্রুয়ারি, বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস। আজকের এই দিনের মূল লক্ষ্য হলো— ইন্টারনেট সংশ্লিষ্ট সব অংশীদাররা এক হয়ে ইন্টারনেটের এই বিশাল জগতকে নিরাপদ এবং কার্যকরী করে তোলা, বিশেষ করে শিশু এবং যুবকদের জন্য।

প্রতিবছর ফেব্রুয়ারির ৮ তারিখে বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস। দিবসটির মূল আয়োজক হলো— মিলিতভাবে ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান সেফার ইন্টারনেট সেন্টারের ইনসেফ/ইনহোপ নেটওয়ার্ক বিভাগ। ইনসেফ/ইনহোপ নেটওয়ার্ক বিভাগের মূল কাজ হলো— বিশ্বব্যাপী ইন্টারনেট জগতে অংশীদারদের জন্য একটি স্থান করে দেওয়া, যেখানে তারা ডিজিটাল প্রযুক্তির জটিল, সৃজনশীল এবং দায়িক্তশীল কাজগুলোকে নেতৃত্ব দিতে পারে।

সংবাদ মাধ্যম ফার্স্টপোস্ট জানায়, এবছর এর ১৯তম দিবস পালিত হচ্ছে। এবারের মূল লক্ষ্য— সবার জন্য ভালো ইন্টারনেট। মূল এই কাজের পাশাপাশি এবারের আরেকটি কাজ হচ্ছে ইন্টারনেট ব্যবহারে শিশু এবং যুবকদের জন্য ক্ষতির হারকে কমিয়ে আনা।

প্রসঙ্গত, ২০০৪ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সেফারবর্ডারস প্রজেক্ট উদ্যোগ নিয়ে ২০০৪ সাল থেকে এই দিবসটির সূচনা করে। এর এক বছর পর ইনসেফ নেটওয়ার্ক এর দায়িত্ব নেয়। এটি প্রথমদিকে তাদের নিজস্ব অঞ্চলের ভেতর সীমাবদ্ধ থাকলেও পরে বিশ্বব্যাপী ২০০টি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। মহামারির মধ্যে এর গুরুত্ব আরও বেড়ে যায়। দিবসটির মাধ্যমে সাইবার বুলিং, ডিজিটাল পরিচয় এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সংক্রান্ত বিভিন্ন সমসাময়িক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হয়।