TechJano

বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচীতে বই হস্তান্তর করল বিকাশ

সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিকাশের চীফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর হাতে বই তুলে দেন।

বিকাশ এবারও যুক্ত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশ ভিত্তিক উৎকর্ষ (বই পড়া) কার্যক্রমের আওতায় বই পড়া সম্প্রসারন কর্মসূচীতে। এ বছর বিকাশ বই পড়া কার্যক্রমে ৪০,০০০ বই দিয়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই কর্মসূচীতের দুই লাখের বেশি বই দিয়েছে বিকাশ। এবছর সারাদেশের প্রায় ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হবে।

Exit mobile version