TechJano

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা বুধবার বিকেল ৩টায় বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি.আই.এম নূরুল কবির। এসময় নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় শেখ কবীর আহমেদ এবং বীরেন্দ্র নাথ অধিকারী উপস্থিত ছিলেন।

প্রার্থী পরিচিত সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের নির্বাচনী ইশতিহার তুলে ধরেন ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ, মাইক্রোসান সিস্টেমস এর সত্ত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান এবং টেকনো প্লানেট সিস্টেমস এর সত্ত্বাধিকারী মো. মঞ্জুরুল হাসান।

সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে ‘চ্যালেঞ্জার্স ২০২১’ নামে একটি প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। প্রার্থীদের পক্ষে তিনি নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। এই প্যানেলের অন্যান্য সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরেন। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন ম্যাটস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছাব উল্লাহ্ খান, টেক হিলের সত্ত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাইবার কমিউনিকেশনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, সাউথ বাংলা কম্পিউটারের সত্ত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা এবং ডাটা সলিউশনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মমিন খান।

‘সমমনা ৭’ নামে অন্য আরেকটি প্যানেলের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর। এই প্যানেলে অন্যান্যদের মধ্যে রয়েছেন কম্পিউটার পয়েন্ট এর স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, অরিয়েন্ট কম্পিউটার্স এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মনিরুল ইসলাম, প্যারেননিয়েল ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোজহের ইমাম চৌধুরী (পিনু) এবং স্মার্ট প্রিন্টিং সল্যিউশন লিমিটেডের পরিচালক মো. মোজাহিদ আল বেরুনি।

এছাড়াও পরিচিতি সভায় শাখা কমিটির নির্বাচনের প্রার্থীদেরও পরিচিতি তুলে ধরা হয়। প্রসঙ্গত, ১৪ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version