দেশের সবচেয়ে বড় আইটি মার্কেট বিসিএস কম্পিউটার সিটিতে যাত্রা শুরু করেছে প্রতিশ্রুতিশীল প্রযুক্তি পণ্য সরবরাহ, বিপনন ও সেবাদাতা প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড। ভবনের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার এই শাখাটির (দোকান ১৪২) উদ্বোধন করেন টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচএম ফয়েজ মোর্শেদ। কেক কেটে ও ব্যবসায় বন্ধুদের সঙ্গে মিষ্টিমুখের মাধ্যমে উদ্বোধনী এ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মশিউর রহমান রাজু এবং পরিচালক কাজী একরাম গণি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে টেকরিপাবলিক চেয়ারম্যান মশিউর রহমান রাজু, এই শাখা থেকে টেক রিপাবলিক পরিবেশিত জাবরা, প্রোলিংক, অ্যাপাসার, কস্টার, টিআরএম, লেক্সমার্ক, আভায়া ব্র্যান্ডের পণ্য খুচরা ও পাইকেরি মূল্যে কেনা ও সেবা পাওয়া যাবে। পরিচালক কাজী একরাম গণি বলেন, ব্যবসায়ী বন্ধু এবং চূড়ান্ত ভোক্তাদের কাছে প্রযুক্তি সেবার নতুন অভিজ্ঞতা পৌঁছে দিতে আমরা আইডিবি ভবনে শাখা খুললাম। ভবিষ্যতে আমাদের সেবার পরিসর আরও বাড়বে।