TechJano

বুয়েটের সঙ্গে হপলন লিমিটেডের সমঝোতা স্বাক্ষর

বুয়েটের সঙ্গে হপলন লিমিটেডের সমঝোতা স্বাক্ষর সই হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই) বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)এর পক্ষে হপলন লিমিটেড বাংলাদেশের সঙ্গে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই সমঝোতা স্মারকে RISE-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং হপলন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হোসেন সামাদ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাহমুদা নাজনীন, বিভাগীয় প্রধান এবং বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, হপলন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহসান হাবীব।

উভয় পক্ষ সাইবার হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দেশে ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের আলোকে এই ধরনের হুমকির বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সহযোগিতামূলক কাজ করার জরুরিতার বিষয়ে সম্মত হয়েছে।

Exit mobile version