TechJano

বেসিসের সব সেবা একসঙ্গে সহজে পাবেন যেভাবে

সদস্যদের সেবায় ওএসএস (ওয়ান স্টপ সার্ভিস) সেবা চালু করতে যাচ্ছে বেসিস। বেসিস-(বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) সচিবালয়ে আজ বেসিস ডিজিটাইজেশন প্রকল্পের আওতাধীন সদস্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ওএসএস (ওয়ান স্টপ সার্ভিস) সেবাদান কার্যক্রম সম্পর্কিত সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে।

বেসিস সদস্যদের অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে ওএসএস (ওয়ান স্টপ সার্ভিস) ইতোমধ্যে বেসিস ওয়েব পোর্টালে সংযুক্ত হয়েছে এবং খুব শিগগিরই উদ্বোধন করা হবে। আজ ওএসএস (ওয়ান স্টপ সার্ভিস) কার্যক্রম ইস্যুতে বেসিস এবং বিজনেস অটোমেশন লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। ওএসএস (ওয়ান স্টপ সার্ভিস) সার্ভিসটি পরিচালনা করবে বিজনেস অটোমেশন লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন সচিব হাশিম আহম্মদ, বেসিস পরিচালক এবং বেসিস ডিজিটাইজেশন কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন এবং বিজনেস অটোমেশন লিমিটেডের পক্ষে হেড অব এন্টারপ্রাইজ বিজনেস সাহেদ ইকবাল এবং প্রকল্প সমন্বয়ক লিটন কুমার রায় এবং ঊভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ।

Exit mobile version