দেশ

বেসিস নির্বাচনে কি হতে যাচ্ছে? দেখে নিন কারা নির্বাচন করছেন

By Baadshah

March 02, 2018

বেসিস নির্বাচন এ বছর সাড়া ফেলেছে। রেকর্ড ৪০টি মনোনয়ন জমা পড়েছে। আসলে কি হতে যাচ্ছে বেসিস নির্বাচনে? জানা গেছে, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ২০১৮-১৯ সেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪০ জন। এর মধ্যে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন রয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। নির্বাচন কাণ্ডে ২০১৭ সাল জুড়ে সরগরমের পর অবশেষে ২০১৮ সালের জানুয়ারিতে তৃতীয় বারের মতো সংগঠনটির নির্বাচনের তারিখ ঘোষণা হয়। চলতি মাসের ৩১ তারিখে হবে এ নির্বাচন। ডিটিও’র নির্দেশনা অনুযায়ী ২ বছর মেয়াদের জন্য ৯ পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।যারা মনোনয়ন জমা দিলেন : অ্যাসোসিয়েট ক্যাটাগরি : ৮পিয়ারস সল্যুশনস লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এমডি শাহাজালাল, আজকের ডিল লিমিটেডের পরিচালক এ কে এম ফাহিম মাশরুর, আইবি করপোরেশন প্রধান নিবার্হী এমডি আমিরুল ইসলাম, আইসফট কমিনিকেশন ম্যানেজার আল সাদিক, সফট পার্কের প্রধান নিবার্হী দেলোয়ার হোসেন ফারুক এবং জামান আইটির সিইও জামান খান। জেনারেল ক্যাটাগরি : এআর কমিনিকেশনস প্রধান নিবার্হী এম আসিফ রহমান, এলিয়েন টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমিনউল্লাহ,অ্যাটম এপি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এমকেএম আহমেদুল ইসলাম বাবু, বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভলপমেন্ট (বিআইআইডি)-এর প্রধান নিবার্হী এমডি শাহীদ উদ্দিন আকবর।বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ, চালডাল লিমিটেড প্রধান অপারেশন অফিসার(সিওও) জিয়া আশরাফ, ক্রসওয়েস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম তানভীর আহমেদ, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, ডিভাইন ইনফোম্যাটিক্স লিমিটেড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমকেএম আশরাফ উদ্দিন, ডিভাইন আইটি লিমিটেডের চেয়ারম্যান ইকবাল আহমেদ ফকরুল হাসান,দোহাটেক নিউ মিডিয়া ও জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাশাদ কবির, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সিইউ আবুল দাউদ খান, ফ্লোরা টেলিকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা রফিকুল ইসলাম, ফোরডি কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল ইমরান, গ্রাফিক্স পিপল লিমিটেডের পরিচালক ইমতিয়াজ এলাহী, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এ.এস.এম জামাল উদ্দিন, ইনোভেশন ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, লাইভ মিডিয়া লিমিটেডের ডিরেক্টর এমডি শফিউল আলম।ম্যাক্স আইটির প্রোপাইটার মো. মাহাবুব হাসান, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও সৈয়দ আলমাস কবির, নাইস পাওয়ার অ্যান্ড আইটি সল্যুশন লিমিটেডের এমডি হাবিব উল্লাহ তুহিন, রেইজ আইটি সল্যুশন লিমিটেডের এমডি কে. এ. এ. রাশেদুল মাজিদ, রাইট ব্রেইন সল্যুশন লিমিটেডের সিইও নূর মাহমুদ খান, শুটিং স্টার লিমিটেডের এমডি দিদারুল আলম, সল্যুশন নাইন লিমিটেডের এমডি শহিবুর রহমান খান।স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান, স্পিনফ স্টুডিওর প্রতিষ্ঠাতা সিইও এএসএম আসাদুজ্জামান, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের ডিরেক্টর ও সিওও রেজওয়ান খান, স্টার হোস্ট আইটি লিমিটেডের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, এসটিএম ভিশন ইনফোটেক লিমিটেডের এমডি এনামুল হক, টেকনোবিডি ওয়েব সল্যুশন লিমিটেডের এমডি শাহ্ ইমরাউল কায়েস, ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান এবং জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন। অবশ্য প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হয়নি এখনো। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রার্থী জানান, এবারে জমজমাট নির্বাচন। প্যানেল হতে পারে ৩টি। একটি প্যানলেে তো ১৮ জন হয়ে গেছে। কে থাকবে আর কে বাদ যাবে কে জানে।বুঝে শুনে ভালো প্যানেলে যাব। আসলে এবার নির্বাচনে যে কি হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না।