বিবিধ

বেসিস নির্বাচনে মাহবুব হাসান কেন প্রার্থী?

By Baadshah

March 02, 2018

দেখতে সুদর্শন, তেমনি কথাবার্তাও বলেন গুছিয়ে। মাহবুব হাসান এবারে বেসিসের নির্বাচনে দাঁড়িয়েছেন। কথা শুরুর ফাঁকেই বললেন, এবার নির্বাচনে দাঁড়ালাম তরুণদের পক্ষ থেকেই। কিছু করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। সবার দোয়া আর সমর্থন চাই। মাহবুব হাসান বললেন, বেসিস নেতৃবৃন্দের সঙ্গে আইসিটি সেক্টরকে শক্তিশালী করাই আমার লক্ষ্য হবে। ৩১ মার্চ দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মনোনয়ন ফরম জমা দেয়ার কার্যক্রম। বুধবার পরিচালক পদে মনোনয়ন ফরম জমা দেন ম্যাক্স আইটির প্রধান নির্বাহী কর্মকতা মাহাবুব হাসান। তিনি বলেন, ‘ বেসিসের এজেন্ডা বাস্তবায়নে যা কিছু করনীয়, আমি নির্বাচিত হলে তার সর্বাত্বক চেষ্টা করব। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আইসিটি সেক্টরে বাংলাদেশের অবস্থান বিশ্বে অনন্য স্থানে নিয়ে যেতে চাই। এখাতে যে সব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সরকারকে সমাধানের লক্ষ্য প্রয়োজনীয় সহায়তা করতে চাই। এছাড়াও নিরলসভাবে কাজ করে যেতে চাই সদস্যদের যেকোনো প্রয়োজনে। আমার বিশ্বাস সদস্যদের বিপুল ভোটে আমি নির্বাচিত হব।