ইভেন্ট

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে প্রকল্প জমা দেয়ার সময় বাড়ল

By Baadshah

July 20, 2019

বেসিসের উদ্যোগে ৩য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস। এই আয়োজন থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮-২৩ নভেম্বর ২০১৯ ভিয়েতনামের হা লং বে-তে অনুষ্ঠিত হবে ।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্যণীয় দিকসমূহ: – মোট ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরষ্কার প্রদান -শিক্ষার্থীদের প্রকল্প জমা নেয়ার জন্য রয়েছে বিশেষ ক্যাটাগরি -বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯, হা লং বে, ভিয়েতনামের জন্য মনোনয়ন প্রদান

প্রকল্প জমা দিতে ভিজিট করুন: https://bnia.basis.org.bd/apply-now প্রকল্প জমা দেয়ার বর্ধিত শেষ তারিখ: ৩০ জুলাই ২০১৯

বিস্তারিত জানতে যোগাযোগ: ইমেইল: press@basis.org.bd CC: secretary@basis.org.bd ফোন: 096-123-BASIS (22747) (শনি- বৃহস্পতি; সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)