বাছাই খবর

বেসিস সরকারের কাছে অনুদান চেয়েছে

By Baadshah

March 25, 2020

সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মীদের বেতন, অফিস ভাড়া এবং সফটওয়্যার কিনতে সর্বোচ্চ ২ শতাংশ সুদে জামানত বিহীন ঋণ সুবিধা চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। করোনার প্রভাবে টিকে থাকার ঝুঁকির আশঙ্কায় এপ্রিল-সেপ্টেম্বর মাসের জন্য এই সুবিধা চেয়েছে সংগঠনটি।

দু -দিন আগেই একটি প্রস্তাবনা দেয়ার পর, আজ মঙ্গলবার এ বিষয়ে পরিমার্জিত একটি আবেদন আইসিটি বিভাগে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। ‘আগামী তিন হতে ছয় মাসের জন্য বেসিস সদস্য কোম্পানিগুলোর কর্মীদের স্যালারির জন্য অনুদান চাওয়া হয়েছে। সঙ্গে স্থানীয় ও বিদেশের বাজারে এই সময়ের অফিস ভাড়ায় অনুদানও’ বলছিলেন তিনি।

কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে এই দাবিগুলো ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বেসিস সভাপতি বলেন, সরকারের ই-গভর্নেন্স যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর ওয়ার্ক অর্ডারগুলো যেন তাড়াতাড়ি আমাদের দিয়ে দেয়া হয়। কাজে যেন কোনো সমস্যা নয় হয়, সে জন্য এই সহায়তা ও অর্থ বরাদ্দ প্রয়োজন।