TechJano

বৈশাখ উপলক্ষে আজকেরডিল এর  “App উৎসব” শুরু

বাংলা নববর্ষে অনলাইন শপিংকে সারাদেশে জনপ্রিয় করতে  বড় মার্কেটপ্লেস আজকেরডিল (www.AjkerDeal.com) গত ১ এপ্রিল থেকে শুরু করেছে  “App উৎসব” । ১০ এপ্রিল পর্যন্ত চলা এই উৎসবে এই ৭টি শহরের কাস্টমাররা আজকেরডিল অ্যাপের মাধ্যেমে যে কোনো প্রোডাক্ট কিনলে তাদের বাসায় ‘ফ্রি ডেলিভারি’ সুবিধা পাবে। এছাড়াও বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে পাবে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাকI সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
এই অ্যাপ উৎসবে আজকেরডিল লজিস্টিক পার্টনার হলো ‘বিদ্যুৎ’ ও ‘ই-কুরিয়ার’ ।
উল্লেখ্য যে ৫,০০০ এর বেশি মার্চেন্ট বা বিক্রেতার ৫ লক্ষের বেশি প্রোডাক্ট আজকেরডিল প্ল্যাটফর্মে কিনতে পাওয়া যায়। ঢাকায় ২ দিনে এবং দেশের যেকোনো স্থানে সর্বোচ্চ ৫ দিনে ডেলিভারি করা হয়।
বৈশাখ উপলক্ষে ইতিমমধ্যেই প্রচুর (৫ হাজারের বেশি) নতুন ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি, কুর্তি, গহনা, টি-শার্ট ও নানা ধরণের উপহার আইটেম আজকেরডিল প্ল্যাটফর্মে বিক্রির জন্য নিয়ে এসেছে।
Exit mobile version