TechJano

বৈশাখ উপলক্ষ্যে বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশ ব্যাক

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখের কেনাকাটা আরো রঙিন করতে গ্রাহকদের জন্য ২০% পর্যন্ত ক্যাশ ব্যাক অফার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনাান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ।

‘উৎসব শুরু হোক বিকাশের সাথে’ শ্লোগানকে সামনে রেখে বৈশাখ উদযাপনের অনুষঙ্গ পোশাক, গয়না, জুতা, ব্যাগ, ঘরসাজানোর পণ্য সামগ্রী সহ বৈচিত্রময় পণ্য সম্ভার ক্রয়ে ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড, ই-কর্মাস সাইটে মিলবে বিকাশের বৈশাখী ক্যাশ ব্যাক অফার।

২৭ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল ২০১৯ পর্যন্ত গ্রাহকরা বিকাশে পেমেন্ট করে দেশের শীর্ষস্থানীয় ১৯০০’র বেশি আউটলেটে ক্যাশব্যাক অফার নিতে পারবেন।

ক্যাটাগরী ভেদে ক্যাশ ব্যাকের কিছু সীমা নির্ধারণ করা হয়েছে। ই-কর্মাস ক্যাটগরীতে একজন ক্রেতা সর্বোচ্চ ৫০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। অন্যান্য সব ক্যাটাগরিতে সর্বোচ্চ ক্যাশ ব্যাক সীমা ১০০০ টাকা। তাছাড়া অফার চলাকালীন অ্যাপ বা পেমেন্ট গেটওয়ে সবগুলো মাধ্যম মিলিয়ে একজন ক্রেতা সর্বমোট ১০০০ টাকা ক্যাশ ব্যাক পেতে পারেন। ক্রেতারা কিউ আর কোড স্ক্যান করে খুব সহজে অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন। সকল ক্যাশব্যাক তাৎক্ষণিক ভাবেই ক্রেতার বিকাশ একাউন্টে যুক্ত হয়ে যাবে।

বিকাশের ওয়েবসাইট https://www.bkash.com/payment/ ক্যাশ ব্যাক মিলবে এমন সব প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।

আড়ং, ইয়োলো, লা রিভ, সেইলর, ক্যাটস আই, ইনফিনিটি, রিচম্যান, লুবনান, একসট্যাসি, সেলিব্রেশন, অঞ্জন’স, গ্রামীন চেক, কে ক্রাফট, ক্যাটস আই, রঙ বাংলাদেশ, ওটু, র নেশন, ওকোড, ময়ূর, বেলমন্ট, টপটেন, সাদাকালো, কুমুদিনী, বেবিশপ, বাটা, ওরিয়ন, লেদারেক্স, জিলস, ওয়াশআউট, বেস্টবাই, তানিন, ব্যাগপ্যাকার্স, দর্জিবাড়ি, আর্টিসান, জেন্টেল পার্ক সহ নামকরা আরো অনেক ব্র্যান্ড রয়েছে এই তালিকায়।

আর সবধরনের পণ্য সম্ভারের ই-কর্মাস সাইটগুলো তালিকায় আছে আজকের ডিল ডট কম, দারাজ বাংলাদেশ, শাদমার্ট বাংলাদেশ, প্রিয়শপ ডট কম, বাগডুম, রবিশপ, ওয়ালটন, ডেলিগ্রাম এবং রকমারি সহ আরো জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস গুলো।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রæপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

Exit mobile version