নতুন পন্য

ব্যতিক্রম মডেলের কি-বোর্ড কম্পিউটার

By Baadshah

July 17, 2018

এটি দেখতে সাধারণ একটি কিবোর্ডের মতো। প্রথমে মনে হবে সাধারণ কি বোর্ড। কিন্তু না। এটি একটি আস্ত কম্পিউটার। এই কিবোর্ডের সাথে বিভিন্ন পোর্ট আছে, যা সংযুক্ত করলেই হবে যাবে ডেস্পটপ কম্পিউটার। কারণ এটিই সিপিইউ। এই ধরণের ব্যতিক্রম মডেলের কম্পিউটার নাম ‘জেডপিসি এইচ৬ ’। যেটি দেখতে ছেটো হলেও পিসিটি শক্তিশালি হার্ডওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। উ

ন্তত মানের ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনও করা যাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এই কম্পিউটারে আছে, ইন্টেল-এর কোরআই থ্রি প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম, একটি ডিভিডি রাইটার আছে, চারটা ইউএসবি ৩.০ পোর্ট ও এইচডি মানের গ্রাফিক্স কার্ড। শুধু তাই নয় ২ টেরাবাইট হার্ডডিস্ক ব্যবহার করা যাবে এই কম্পিউটারে। এটিতে আরো আছে, মেমোরি কার্ড রিডার , এইচডি এমএই পোর্ট, ল্যান পোর্ট, এবং এইচডি অডিও পোর্ট। যার সাথে বিভিন্ন অংশ সংযুক্ত করলেই পুরো ডেস্কটপ কম্পিউটার।

আকারে ছোট হওয়াতে এটি বহন করা সহজ। উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এই পিসিতে। এটি দিয়ে আপনি দুটি মনিটর চালাতে পারবেন। অ্যামাজন, আলিবাবাসহ অনেক অনলাইন থেকে কেনা যাবে এই পিসি। যার দাম পড়তে পারে ২২ থেকে ২৫ হাজার টাকা।