দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী এবং বাজারজাতকরণ প্রতিষ্ঠান সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড (সেভেন সার্কেল) ওরাকল ই-বিজনেস স্যুট (ইবিএস) ব্যবহার করে তার অন-প্রিমিসেস, বিসনেস-ক্রিটিক্যাল, ফাইনান্স এবং ম্যানুফ্যাকচারিং সিস্টেম সফলভাবে ওরাকল ক্লাউড ইনফ্রাসট্রাকচারে (ওসিআই) স্থানান্তর করেছে। এ পদক্ষেপ সেভেন সার্কেলের মূলধন ব্যয় (ক্যাপে·) ৩০ শতাংশ কমাতে সাহায্য করেছে এবং অ্যাপ্লিক্যাশনের আপটাইম ৯৫ শতাংশ বৃদ্ধি করেছে। এ উদ্যোগের অংশ হিসাবে সেভেন সার্কেল নিরবচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করতে এবং দ¶তা বাড়াতে সহায়তার নজন্য ক্লাউড ডিজাসটার রিকভারি (ডিআর) সক্ষমতা স্থাপন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদেরকে সময় মতো সেবা দিতে এবং নিত্য নতুন উদ্ভাবন নিয়ে আসতে সঞ্চয়ে বিনিয়োগ বাড়াতে পারবে। হংকং’এর শুন শিং গ্রæপের একটি অঙ্গপ্রতিষ্ঠান সেভেন সার্কেল বাংলাদেশের অন্যতম বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রবৃদ্ধির অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটি বরাবরই দিন-রাত নিরবিচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করতে, স্কেলিং সংক্রান্ত সমস্যা কমাতে, অবকাঠামো ব্যবস্থাপনার বোঝা হ্রাস করতে এবং ডেলিভারি খরচ কমাতে চেয়েছে। সেভেন সার্কেল তার দীর্ঘদিনের এবং অত্যন্ত অসম আইটি অবকাঠামো, অন-প্রিমিসেস ওরাকল ইবিএস সিস্টেম, ডিজাসটার রিকভারি এবং ডেভলপমেন্ট এনভাইরনমন্টে এবং অন্যান্য ইন-হাউস অ্যাপ্লিক্যাশনস আপডেট করা এবং সেগুলিকে ক্লাউডে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি ওরাকল ক্লাউড অবকাঠামো (ওসিআই) বেছে নিয়েছে এটির আইটি ইনফ্রাস্ট্রাকচার সল্যুশনের জন্য, যা উচ্চতর কর্ম¶মতা, সমৃদ্ধ উপযোগিতা এবং মালিকানার মোট খরচ (টিসিও) কমাতে সাহায্য করে।
শুন শিং গ্রæপের এইচআর এবং ডিজিটালাইজেশনের পরিচালক আনিকা আলী চৌধুরী বলেন, “ আমরা বাংলাদেশে আর্ন্তজাতিক মানের সিমেন্ট উৎপাদন ও বিতরণ করি, এজন্য আমাদের পণ্য দেশের অত্যাধুনিক মেগা এবং স্টেট অব দ্য আর্ট অবকাঠামো প্রকল্পের ভিত্তি তৈরি করতে ব্যবহৃত হয়। আমাদের ব্যাক-অফিসগুলোর কার্যক্রম দ্রুত আর বিশ^স্ততার সাথে এবং দিন-রাত ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বরাবরই আমরা যে সর্বোত্তম কাঁচামাল নিয়ে আসছি, সঠিক উৎপাদনে বিনিয়োগ করছি এবং নির্ভরযোগ্য এবং দ্রুত ডেলিভারির সাথে মানসম্পন্ন পণ্য সরবরাহ করছি ইত্যাদি বিষয়ে নিশ্চিত থাকতে চেয়েছি। এ কারনেই আমরা ক্রেতার সর্বোচ্চ আস্থা অর্জন করতে পেরেছি।”
তিনি বলেন, “দীর্ঘসময় ধরে ইবিএস’এর ব্যবহারকারী হিসাবে আমরা ওরাকলের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করতে চেয়েছি এবং এর নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তির সুবিধা নিয়ে এসেছি। আমরা জানতাম যে, ক্লাউডে স্থানান্তরের জন্য আমরা প্রয়োজনীয় সুবিধা পাবো। ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে স্থানান্তর আমাদের সিস্টেম আপটাইম বৃদ্ধি করতে, খরচ কমাতে, ব্যবস্থাপনার শর্তসমূহ সহজ করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ডিজিটাল যাত্রাকে ত্বরাšি^ত করতে সাহায্য করেছে।”
অ্যাপ্লিকেশন প্রডাকশন এনভারনমেন্টকে ওরাকলে স্থানান্তরের ফলে প্রতিষ্ঠানটিকে ওসিআই’এ ওরাকল সফ্টওয়্যার চালানোর সুবিধা নিতে সাহায্য করেছে। এটি প্রতিষ্ঠানের আইটি অবকাঠামোকে স্থানান্তর এবং চালানো সহজ করে, পরিচালনা এবং র¶ণাবে¶ণের খরচ বাঁচাতে সাহায্য করে এবং সংস্থার ল¶্য পূরণে সহযোগিতা করে। প্রতিষ্ঠান তার বিশ্লেষণ ¶মতা বাড়ানোর জন্য নতুন প্লাটফর্মটিকে পুরোপুরি ব্যবহার করার জন্য কাজ করছে। ওরাকল আসিয়ানের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক চিন ইং লুং বলেন, “কোনও পরিকল্পিত বা অপরিকল্পিত বিভ্রাট এড়াতে ব্যবসায়িক স্থিতিস্থাপকতার প্রয়োজনীয়তা অন¯^ীকার্য। ওসিআই’এর বিল্ট-ইন সিকিউরিটি, সমৃদ্ধ উপযোগিতা এবং উচ্চতর কর্মক্ষমতা বিশ্বব্যাপী গ্রাহকদের অটোম্যাশন এবং পরিষেবা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাসহ ডিজাসটার রিকভারি এবং ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। সেভেন সার্কেলকে এর ব্যবসায়িক স্থিতিস্থাপকতা তৈরি এবং চলমান ডিজিটাল উদ্ভাবনের গতিকে ত্বরাšি^ত করার মাধ্যমে ব্যবসায়িক ল¶্য অর্জনে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।”
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড সম্পর্কে
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড (এসসিবিএল) শুন শিং গ্রæপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিবছর ৮.৪ মেট্রিক টন উৎপাদন ¶মতাসম্পন্ন বাংলাদেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। গত ৩০ বছর ধরে এসসিবিএল বিখ্যাত ব্র্যান্ড সেভেন রিং সিমেন্ট নামে সিমেন্ট উৎপাদন করেছে।