আপনি কি উৎপাদন বা সেবাধর্মী কোন ব্যবসা করছেন কিন্তু প্রয়োজনীয় পুঁজির অভাবে ব্যবসায় সফলতা আনতে পারছেন না? অথবা আকর্ষণীয় একটি ব্যবসা পরিকল্পনা অনেক দিন ধরে লালন করছেন কিন্তু পুঁজি সংগ্রহের কৌশলগুলো আপনার জানা নেই বলে শুরু করতেই পারছেন না?
আপনাদের জন্য র’দিয়া আইএনসি এবং উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (ইডিসি ) এবারের আয়োজন ” ব্যবসায় পুঁজি সংগ্রহের কৌশল” শীর্ষক কর্মশালা।
বিশিষ্ট ভেঞ্চার ক্যাপিটালিস্ট ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল এবং উদ্যোক্তা বিশেষজ্ঞ ও র’দিয়া আইএনসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউস সামস এর কাছ থেকে হাতেকলমে পুঁজি সংগ্রহের কৌশলগুলো সম্পূর্ণ বিনাখরচে শিখতে আপনার নাম নিবন্ধন করেতে পারেন এই লিংকে facebook.com/events/921074444741920/ গিয়ে আগামী ১১ই মে, ২০১৮ এর মধ্যে।
কর্মশালার তারিখ: ১২ই মে, ২০১৮ শনিবার দুপুর ৩:০০ টা । স্থান: EDC ভবন, বাড়ী: ৭১, সড়ক: ১৭, বনানী, ঢাকা। ইমেলঃ radiadhk@gmail.com । কর্মশালাটি আয়োজনের সার্বিক সহায়তা করেছে ফয়েজ ফাউন্ডেশন।