TechJano

ব্যাটারি টিকবে ১০০ বছর!

This is a photo of a prototype nuclear battery. A nuclear powered battery that lasts for a hundred years has been unveiled by scientists.See story NNBATTERY. It could lead to permanent pacemakers and other medical devices that never need changing and be used by astronauts travelling to Mars. The prototype consists of a semiconductor made out of diamonds, called a Schottky diode, and a radioactive chemical that fuels it. This is known as nickel-63 - which has a half life of a century. As it decays it fires out beta particles, or electrons, into layers of nickel foil, generating electricity. Beta radiation is the least energetic associated with nuclear decay - making it safe for implantation, says the Russian team. In experiments the battery achieved power of 10 microwatts per cubic centimeter - enough for a modern artificial pacemaker. It packs about 3,300 milliwatt-hours of power per 1 gram - 10 times more than commercially available chemical cell batteries. Most state-of-the-art cardiac pacemakers are over 10 cubic centimeters in size and require about 10 microwatts of power. This means the new nuclear battery could be used to power these devices without any significant changes to their design and size.

সম্প্রতি রাশিয়ার বিজ্ঞানীরা এমন  পারমাণবিক ব্যাটারি তৈরি করেছেন ,যা ১০০ বছর পর্যন্ত টিকে থাকবে।তাছাড়া প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে ১০ গুণ শক্তিশালী। অবিশ্বাস্য এ ব্যাটারি দিয়ে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত পেসমেকার থেকে শুরু করে মঙ্গলগ্রহের মিশনে মহাকাশযান পর্যন্ত সবকিছুতে ব্যবহার করা যাবে।

ডেইলি মেইল জানিয়েছে, শটকি ডায়োড হিসেবে পরিচিত হীরের তৈরি সেমিকন্ডাক্টর দিয়ে ব্যাটারিটি তৈরি করা হয়েছে। শটকি ডায়োড একটি রেডিওঅ্যাকটিভ রাসায়নিক যা ব্যাটারির প্রধান জ্বালানি। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা দাবি করছেন, পারমাণবিক শক্তি দ্বারা নির্মিত ব্যাটারিটি স্থায়ী পেসমেকার থেকে শুরু করে মহাকাশ অভিযানেও ব্যবহার করা যাবে। দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে।

ব্যাটারিটিতে ইলেক্ট্রন ও পজিট্রন- এই দুই ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয়েছে। তাই কোনো ক্ষতি ছাড়াই মানব শরীরের ভেতরেও এটি রাখা যাবে। ব্যাটারি গবেষণা প্রকল্পের পরিচালক মস্কোর টেকনোলজিক্যাল ইন্সটিটিউট ফর সুপারহার্ড অ্যান্ড কার্বন ম্যাটেরিয়ালসের অধ্যাপক ভ্লাদিমির ব্ল্যাঙ্ক বলেন, ব্যাটারি ব্যবহারে এরই মধ্যে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে এবং এটা এখন চিকিৎসা ও মহাকাশ প্রযুক্তিতে ব্যবহার করা যাবে।

Exit mobile version