বাছাই খবর

ব্যান্ডউইথ এখন শ্বাসপ্রশ্বাসের মতো অতি প্রয়োজনীয়: মন্ত্রী

By Baadshah

April 12, 2020

চলমান করোনা পরিস্থিতিতে মানুষ ঘরে থাকার কারণে গেল ১৫ দিনে ১১ দশমিক ২৯ শতাংশ ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তার ভেরিভাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য দেন।

মোস্তফা জব্বার বলেন, ২৫ মার্চ ব্যান্ডউইথের ব্যবহার ছিল এক হাজার ৪০০ জিবিপিএস। আর ৯ এপ্রিল ব্যবহার ওঠে আসে ১ হাজার ৫৫৮ জিবিপিএস-এ। তিনি বলেন, ‘ব্যান্ডউইথ এখন শ্বাসপ্রশ্বাসের মতো অতি প্রয়োজনীয়’। তিনি তার স্ট্যাটাসে বলেন, ‘করোনার প্রভাবে বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যবহার বেড়েছে বেশ।

জানুয়ারি মাসে আমাদের ব্যান্ডউইথ সর্বোচ্চ ১ হাজার ২৭০ জিবিপিএস ব্যবহৃত হয়েছিল। গত ২৫ মার্চ সেটি ১ হাজার ৪০০ জিবিপিএস হয়। কিন্তু ৯ এপ্রিল সেটি হয়ে ওঠে ১ হাজার ৫৫৮ জিবিপিএস।’ দিনের কখন কি পরিমাণ ব্যবহার হয় তার একটি গ্রাফও নিজের পেইজে শেয়ার করেছেন জব্বার।